শাহবাগ এর ভন্ড দেশ প্রেমিকদের বলছি
লিখেছেন লিখেছেন নয়ন ০৫ মার্চ, ২০১৩, ০৪:৪৮:৪১ রাত
শাহবাগ আন্দোলন নাকি অহিংস আন্দোলন,আমাদের মেইনস্ট্রিম মিডিয়ার দাবি তারা নাকি ২৫/২৬ দিন অহিংস আন্দোলন করে আসছে। যখন টিভি তে দেখি স্লোগান হচ্ছে একটা দুইটা শিবির ধর ধরে ধরে জবাই কর, মানুষ কে প্ররোচনা দেওয়া হচ্ছে ভিন্ন মত ও দলের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিতে, বঙ্গ বীর কাদের সিদ্দিকিকে বলা হচ্ছে রাজাকার, মাহমুদুর রহমানকে ২৪ ঘন্টার ভিতর গ্রেফতার এর আলটিমেটাম দেওয়া হচ্ছে, তাদের প্ররোচনায় সারা দেশে ইসলামী ব্যাঙ্ক, আমাদেরদেশ পত্রিকা, ইসলামী ব্যাঙ্ক হাসপাতাল, দিগন্ত পত্রিকা সহ অসংখ ব্যবসা প্রতিষ্ঠান ও পত্রিকায় আগুন দেয়া হচ্ছে এটিএম বুথ ভাংচুর করে আগুন দেওয়া হচ্ছে। এগুলো কি অহিংসতার নজির। পুলিশ প্রটেকশন এ থেকে সরকারের সাপোর্ট নিয়ে জনগণকে বলছেন লাঠি সোটা নিয়ে হরতাল প্রতিহত করতে। কোনো জান মালের ক্ষতি হলে তার দায়িত্ব কি আপনারা নিবেন। কোনো মার বুক খালি হলে পারবেন কি তার সন্তান কে ফেরত দিতে। দেশকে উস্কে দিচ্ছেন গৃহ যুদ্ধের দিকে। তিন স্তরের নিরাপত্তার ভিতর বসে বিরিয়ানি পোলাউ গাঞ্জা খেয়ে অনেক কথা বলা যায় যেখানে প্রধান বিরোধী দল রাস্তায় দাড়াতে পারেনা সেখানে আপনারা ১ মাস ঢাকা শহরের কেন্দ্র দখল করে বসে আছেন। সব শেষে বলব সাহস থাকলে পুলিশ প্রটেকশন ছাড়া লাঠি নিয়ে হরতাল প্রতিহত করে দেখান আমি নিচ্চিত বুধবার থেকে আর একটাকেও শাহবাগে পাওয়া যাবে না, আর আন্দোলন কিভাবে অহিংস থেকে সহিংসতায় রূপ নেই সেটা ও তখন দেখতে পাবেন।
বিষয়: বিবিধ
১৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন