আমাদের মিডিয়া ও বর্তমান পরিস্থিতি

লিখেছেন লিখেছেন নয়ন ০৪ মার্চ, ২০১৩, ০৭:৫১:০১ সকাল

সংবাদ পত্র ও টিভি চ্যানেল এর সংবাদ শিরোনাম দেখলে মাথায় কাজ করেনা। ২/৪ টা বাদে সবার শিরোনাম এইরকম জামাত-শিবির তান্ডবে ৪৪ জন নিহত আহত সহস্র্রাধিক(শুক্রবার শিরোনাম) আজকের শিরোনাম জামাত শিবির তান্ডবে ২৭ জন নিহত আহত সহস্র্রাধিক। যারা খুন হচ্ছে ৯৫% জামাত শিবির কর্মী সায়ীদী ভক্ত এর ভিতর নারী ও শিশু ও রয়েছে। তান্ডব যদি জামাত শিবির চালায় তাহলে এত জামাত শিবির কর্মী সমর্থক খুন হয় কি করে। যেখানে এক একটি মিছিলে দশ বিশ হাজার মানুষ তারা যদি তান্ডবই চালাত তাহলে যারা হরতাল প্রতিহত করছে তাদের মৃতের সংখা কয়েক গুন বেড়ে যেত। আর আমরা মিডিয়া ইন্টারনেটে ইউটিউবে দেখছি পুলিশ কত হিংস্র ভাবে আটক কৃত মানুসকে রাইফেল ঠেকিয়ে গুলি করে মারছে , কিভাবে নিরস্ত্র মানুসের উপর হাজার হাজার রাউন্ড গুলি ছোড়া হচ্ছে। পুলিশ এর এত হিংস্র রূপ বাংলাদেশের মানুস আগে কোনো সময় দেখিনি। পুলিশ মরলে সাধারণ জনগণ এখন আফসোস করেনা কারণ তারা যে কত হিংস্র প্রাণী সেটা ইউটিউব ফেইসবুক এর কল্যাণে জাতি দেখে ফেলেছে। পুলিশ দের বলব এই সরকার শেষ সরকার না। আরো সরকার আসবে, আজকে যাদের কথা শুনে সাধারণ মানুস খুন করছেন এর পরিনতি কিন্তু ভোগ করতে হবে। তারা কিন্তু সবাই দেশ ছেড়ে পালাবে আর আপনাদের এই বাংলাদেশের মাটিতে চাকরি করে খেতে হবে। সুতরং সাবধান, এখনো সময় আছে জনগনের ট্যাক্স এর টাকায় কেনা গুলি দিয়ে জনগণ মারবেন না প্রতিটা গুলির হিসাব বাংলার জনতা একদিন আপনাদের কাছ থেকে নিবে। মিডিয়া কে বলব একপেশে সংবাদ পরিবেশন বন্ধ করুন তা না হলে পেপার বিক্রি বন্ধ হয়ে গেলে আপনা আপনি আপনাদের ব্যবসা বন্ধ করতে হবে।

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File