আজব দেশের গজব কাহিনী
লিখেছেন লিখেছেন নয়ন ০৫ এপ্রিল, ২০১৩, ০৫:০৭:৫৪ বিকাল
আজব দেশের গজব কাহিনী। সরকারী দল ক্ষমতায় থেকেও হরতাল ডাকে। হরতাল আওয়ামীলীগের রক্তের সাথে মিশে আসে এরা বিরোধী দলে থাকলে তো হরতাল দেই এখন সরকারী দলে থেকেও হরতাল দিচ্ছে। আর রাজাকার স্বরাষ্ট্র মন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠে শিয়ালের মত হুক্কা হুয়া হু করে। হরতাল দেওয়ার জন্য নাকি খালেদা জিয়া কে হুকুমের আসামী করে মামলা করা হবে।এখন কার বিরুদ্ধে মামলা হবে ক্ষ্যপা কেষ্ট আলমগীর।কতটা নির্লজ্জ বেহায়া হলে কোন দল ক্ষমতায় থেকে হরতাল ডাকে পুলিশ দিয়ে পিকেটিং করায় তা ও আবার শনিবার সরকারী ছুটির দিন। বিএনপি জামাত হরতাল ডাকলে বাস মালিক দোকান মালিক ঘোষণা দেই হরতালে বাস চলবে দোকান খুলবে। আর আজকের হরতালের ১২ ঘন্টা আগে থেকে হরতাল বাস ট্রেন লন্চ বন্ধ করে দিয়েছে। গণজাগরণ মঞ্চের এত ভয় কেন। তারা নাকি অহিংস আন্দোলন করছে। আন্দোলন যদি অহিংস হয় তাহলে প্রতিরোধের ডাক কেন। আর এতই যদি ক্ষমতা থাকে পুলিশ বিজিবি ছাড়া প্রতিরোধ করে দেখান। আওয়ামীলীগ সারাদিন গণতন্ত্রের কথা বলে একটি অরাজনৈতিক সংগঠন সামান্য হেফাজতে ইসলামে এত ভয় কেন। কেউ আন্দোলন করে তিন স্তরের নিরাপত্তার ভিতর থেকে আর অন্ন দল মতের লোকদের রাস্তায় নামতে দেওয়া হয় না। আওয়ামীলীগ এখনো মনে মনে বাকশাল লালন করে। তারা ভিন্ন মত মেনেনিতে পারেনা। ধিক্কার জানাই আওয়ামীলীগ সরকারকে।
বিষয়: রাজনীতি
১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন