সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন " বিসিএসে তোমরা লিখিত পরীক্ষাটা ভালো করে দাও। বাকি ভাইভা পরীক্ষাটা আমরা দেখব। আমরা তোমাদের পাশে দাঁড়াব।" - এইচ টি ইমামের
লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ১৩ নভেম্বর, ২০১৪, ১০:২১:১৪ রাত
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, 'বিসিএসে তোমরা লিখিত পরীক্ষাটা ভালো করে দাও। বাকি ভাইভা পরীক্ষাটা আমরা দেখব। আমরা তোমাদের পাশে দাঁড়াব।'
বিসিএস পরীক্ষার কথা উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, 'মেধাবীরাই ছাত্র রাজনীতি করে এবং তারাই দেশকে নেতৃত্ব দেয়। তোমাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যৎ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে তোমাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত।'
তিনি বলেন, 'শুধু লেখাপড়াতে নয়, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে যতটুকু পারো ছড়িয়ে পড়। এর জন্য যত সহযোগিতা লাগে আমরা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তোমাদের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি।'
এইচ টি ইমাম আরো বলেন, 'যখনই প্রধানমন্ত্রীর কাছে কোনো বায়োডাটা নিয়ে যাই তখন তিনি জিজ্ঞেস করেন_ এরা কি সত্যিই ছাত্রলীগ করেছে? এরা কোথায় ছিল? অনেকেই চাকরির কথা বলে। তোমরা কি মনে কর আমার চেয়ে কিংবা নেত্রীর চেয়ে অন্য কারোর দরদ বেশি আছে? তোমাদের চাকরির জন্য আমরা তো জান পরাণ দিয়ে চেষ্টা করি।'
তিনি বলেন, 'তোমাদের সিনিয়র যারা তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের আগে যারা বেরিয়ে গেছে তাদের এখন প্রতিষ্ঠা হওয়া দরকার। তাদের প্রতিষ্ঠিত করতে হবে তোমাদেরই দেশের ভবিষ্যৎ সরকারি চাকরি, ব্যবসাসহ সব ক্ষেত্রে সেরা হতে হবে।'
তার এই বক্তব্য সুম্পূর্ন রুপে আমাদের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন আমাদের সংবিধান অনুযায়ী চাকুরীর ক্ষেত্রে কোন বৈষম্য থাকবেনা, কিন্তু তার কথায় এটাই প্রতিয়মান হয় যারা ছাত্রলীগ করবে তারাই শুধু চাকুরী পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে । শুধু মাত্র সংবিধান লঙ্ঘনই নয় আমদের মুক্তিযুদ্ধের অঙ্গিকারও ছিল যে স্বাধীন বাংলাদেশে চাকুরীর জন্য থাকবে সবার সমান সুযোগ । এছাড়াও তার এই ব্যক্তব্যের মাধ্যমে জাতির সামনে তার দুর্নীতিগ্রস্ত মানসিকতা নগ্নভাবে প্রকাশিত হয়েছে। তার এ বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে- বর্তমান সরকারের গত ৫ বছর ১০ মাসের শাসনামলে বিসিএস ক্যাডার ও সরকারি প্রশাসনসহ বিভিন্ন পদে লোক নিয়োগের ক্ষেত্রে ছাত্রলীগের নেতা-কর্মীদের দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে ।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন