প্রথম বৃটিশ মুসলিম মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ করলেন গাজার পক্ষে প্রতিবাদ স্বরুপ . . .

লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ০৬ আগস্ট, ২০১৪, ০২:২০:৪৪ রাত





গাজায় ইসরাইলি আগ্রাসের ব্যাপারে বৃটিশ সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন বৃটেনের প্রথম মুসলিম মন্ত্রী সৈয়দা ব্যারোনেস ওয়ার্সি।

বৃটেনের কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান ওয়ার্সি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিলেন।

এক টুইটার বার্তায় তিনি লিখেছেন মঙ্গলবার সকালে তিনি বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমি গভীর অনুতাপের সাথে জানাচ্ছি যে আজ সকালে আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আমি গাজা ইস্যুতে সরকারের নীতিকে আর সমর্থন করতে পারছি না।’

৪৩ বছর বয়সী পাকিস্তানী বংশোদ্ভূত ওয়ার্সি ২০১০ সালে মন্ত্রী হিসেবে নিয়োগ পান।

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিরাপরাধ মানুষ মারা যাওয়ার পরও বৃটেনের নীরবতাকে ইসরাইলের প্রতি সমর্থন হিসেবেই দেখা হচ্ছে।

এমনকি বৃটেনের বিরোধী দলও সরকারের গাজা নীতিকে ভারসাম্যহীন বলে সমালোচনা করেছে।

গাজায় ইসরাইলি বর্বর হামলায় প্রায় ১,৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৯ হাজারের বেশি লোক আহত হয়েছেন।

নিহতদের প্রায় সবাই বেসামরিক লোক বলে জানিয়েছে জাতিসংঘ।

ইসরাইলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১০ হাজার ঘরবাড়ি, বহু হাসপাতাল, সরকারি স্থাপনা ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এতে ৪০০ কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251333
০৬ আগস্ট ২০১৪ রাত ০২:২৯
কাজি সাকিব লিখেছেন : অনেক ধন্যবাদ
251341
০৬ আগস্ট ২০১৪ রাত ০৪:২৯
আনিস১৩ লিখেছেন : Salute her.
Thanks for sharing.
251357
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৬:০২
শেখের পোলা লিখেছেন : ওয়ার্সি তোমায় সালাম৷ তোমার এ ত্যাগ আমরা মনে রাখবো৷
251371
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৭:৫৯
বুড়া মিয়া লিখেছেন : এই না হলে মুসলিম? আমি নিজেও ফাও আত্মসম্মানবোধে বেশ কয়েকবার নিজের কর্ম থেকে রিজাইন করে – এখন বেকার! যদিও সাইনবোর্ডে পরিচয় আছে!

ও যেহেতু পলিটিশিয়ান – ওর উচিৎ ছিল ঐ পোষ্টে থেকেই প্রতিবাদ করা চরমভাবে, এতে করে সে যদি ঐ পদ থেকে বরখাস্ত হতো – তবে তার সাক্ষী হিসেবে আমরা এবং সে থাকতো এবং খাটি বৃটিশদের চরিত্রটাও ফুটে উঠতো!
251424
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
251438
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সেলুট
251479
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৭
হতভাগা লিখেছেন : মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছে , দল থেকে তো আর করে নি !

তার দল এখন ক্ষমতায় । তো, সরকারে বসে গাজার ব্যাপারে তার দলের যে নীতি তা কি বেসিকালী তার দলেরই নীতি না ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File