আল্লাহ বিচার করবে বলা কি অপরাধ হতে পারে . . .
লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ১৫ মে, ২০১৪, ১১:১০:০০ রাত
আমরা আস্তে আস্তে কিসির দিকে ধাবিত হচ্ছি । আমাদের মধ্যে নৈতিকতা মানবিকতা বলে কি ভবিষ্যাতে কিছুই থাকবে না । আসামির জামিন না দেওয়ায় " আল্লাহ বিচার করবে " এ কথা বলায় নয় মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে তিন ঘন্টা হ্যান্ডকাপ পরিয়ে আদালতের কাঠ গড়ায় দাড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে আদলাত এর পর রক্তক্ষরণ শুরু হয় পরবর্তিতে মানবিক দিক বিবেচনা করে চট্রগ্রাম জজ কোটের একজন সিনিয়র আইনজীবী ২০০ টাকা বন্ডে জামিনদার হয়ে ওই নারীকে ছাড়িয়ে নেন ।
আয়েশা আক্তার জানান, আমার বাসায় কাজের বুয়া ছয় সন্তানের জননী মমতাজ বেগমকে তার স্বজনরা পুলিশকে দিয়ে একটি মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। আমি তার সন্তানদের কান্না সহ্য করতে না পেরে নিজের টাকা খরচ করে অসুস্থ শরীরে তার জামিনের জন্য আদালতে যাই। আইনজীবীর মাধ্যমে জামিন চাই, জামিন না পেয়ে চলে আসার সময় হতাশ হয়ে বললাম যারা মিথ্যা মামলা দিয়ে এই অসহায় নারীকে জেল খাটাচ্ছে তাদের বিচার আল্লাহ করবেন। তবে বিচারক কী বুঝেছেন জানি না ।
বর্তমান সমাজ ব্যাবস্থা একটা ঘুনে ধরা সমাজ ব্যাবস্থা । একটা কাঠ যেমন ঘুনে ধরলে ভিতর থেকে সব খেয়ে ফেলে উপড়ে সুন্দর দেখা গেলেও ভিতরে কিছুই থাকে না তার পর হালকা ভাবে একটা চাপ পড়লেই সব ভেংগে পড়ে ঠিক সেই রুপ । চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলীরা শিক্ষিত জনগন তাদের শ্রেনী বিন্যাস করলে বলা যায় দেশের প্রথম শ্রেনীর জনগন তারা যখন এই ধরনে মানবতা বিরোধী নিজের অহংকার চরিতার্থ করাই একজন অসুস্থ সাধারণ নাগরীককে এই ধরনের সাজা দিতে পারে সেখানে আর কিই বা বলার থাকে । আমরা দিনে দিনে পচে যাচ্ছি আমাদের সমাজ ব্যাব্যস্থা আজ ধ্বংসের দ্বার প্রান্তে ।
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি মনে হয় জানেন না / মানেন না (নাউজুবিল্লাহ)যে ,আল্লাহই সর্বশ্রেষ্ঠ বিচারক ।
আমাদের দূর্ভাগ্য হচ্ছে এসব বিবেগহীন মানুষগুলোই আজ আমাদের বিচারাঙ্গনের চেয়ারে বসে আছে।
(আমি দু:খিত একজন সম্মানিত বিচারককে তুই বলে সম্বোধন করার জন্য। আসলে এর চেয়ে উন্নত ভাষা তার জন্য খুজে পাচ্ছিলাম না আমি)
মন্তব্য করতে লগইন করুন