আল্লাহ বিচার করবে বলা কি অপরাধ হতে পারে . . .

লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ১৫ মে, ২০১৪, ১১:১০:০০ রাত

আমরা আস্তে আস্তে কিসির দিকে ধাবিত হচ্ছি । আমাদের মধ্যে নৈতিকতা মানবিকতা বলে কি ভবিষ্যাতে কিছুই থাকবে না । আসামির জামিন না দেওয়ায় " আল্লাহ বিচার করবে " এ কথা বলায় নয় মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে তিন ঘন্টা হ্যান্ডকাপ পরিয়ে আদালতের কাঠ গড়ায় দা‍ড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে আদলাত এর পর রক্তক্ষরণ শুরু হয় পরবর্তিতে মানবিক দিক বিবেচনা করে চট্রগ্রাম জজ কোটের একজন সিনিয়র আইনজীবী ২০০ টাকা বন্ডে জামিনদার হয়ে ওই নারীকে ছাড়িয়ে নেন ।

আয়েশা আক্তার জানান, আমার বাসায় কাজের বুয়া ছয় সন্তানের জননী মমতাজ বেগমকে তার স্বজনরা পুলিশকে দিয়ে একটি মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। আমি তার সন্তানদের কান্না সহ্য করতে না পেরে নিজের টাকা খরচ করে অসুস্থ শরীরে তার জামিনের জন্য আদালতে যাই। আইনজীবীর মাধ্যমে জামিন চাই, জামিন না পেয়ে চলে আসার সময় হতাশ হয়ে বললাম যারা মিথ্যা মামলা দিয়ে এই অসহায় নারীকে জেল খাটাচ্ছে তাদের বিচার আল্লাহ করবেন। তবে বিচারক কী বুঝেছেন জানি না ।

বর্তমান সমাজ ব্যাবস্থা একটা ঘুনে ধরা সমাজ ব্যাবস্থা । একটা কাঠ যেমন ঘুনে ধরলে ভিতর থেকে সব খেয়ে ফেলে উপড়ে সুন্দর দেখা গেলেও ভিতরে কিছুই থাকে না তার পর হালকা ভাবে একটা চাপ পড়লেই সব ভেংগে পড়ে ঠিক সেই রুপ । চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলীরা শিক্ষিত জনগন তাদের শ্রেনী বিন্যাস করলে বলা যায় দেশের প্রথম শ্রেনীর জনগন তারা যখন এই ধরনে মানবতা বিরোধী নিজের অহংকার চরিতার্থ করাই একজন অসুস্থ সাধারণ নাগরীককে এই ধরনের সাজা দিতে পারে সেখানে আর কিই বা বলার থাকে । আমরা দিনে দিনে পচে যাচ্ছি আমাদের সমাজ ব্যাব্যস্থা আজ ধ্বংসের দ্বার প্রান্তে ।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222136
১৫ মে ২০১৪ রাত ১১:৩৯
সন্ধাতারা লিখেছেন : I do appreciate your valuable writing. It is really unbearable which happening in Bangladesh.
222139
১৫ মে ২০১৪ রাত ১১:৪৪
সবুজেরসিড়ি লিখেছেন : Thank You . . . For your comment.
222156
১৬ মে ২০১৪ রাত ১২:২৪
নিশা৩ লিখেছেন : অনেক আগেই সমাজটা ঘুন পোকায় খে্য়ে ফেলেছে। তাই এখন কাঠামোটাতে ধ্বস নেমেছে। তাই আমরা এসব দেখতে পাচছি। আমাদের সবার সোচ্চার হয়ে এ ঘটনাগুলো প্রচার করা দরকার যাতে অন্তত কিছু মানুষের ঘুম ভাংএ। জাযাকাল্লাহ সুনদর লেখার জন্য।
222161
১৬ মে ২০১৪ রাত ১২:৫০
সবুজেরসিড়ি লিখেছেন : হ্যা আমাদের কেই জাগতে হবে সবার ঘুম ভাঙ্গাতে হবে তা না হলে নিজের অস্তিত্বই এক দিন বিলিন হবে . . .
222164
১৬ মে ২০১৪ রাত ১২:৫৩
মাটিরলাঠি লিখেছেন : যেমন জাতি, তেমনি তাদের বিচারক।
222178
১৬ মে ২০১৪ রাত ০১:৪২
সবুজেরসিড়ি লিখেছেন : সহমত . . কিন্তু এই থেকে তো বের হতে হবে ।
222193
১৬ মে ২০১৪ রাত ০৪:৪৯
প্রবাসী মজুমদার লিখেছেন : যেখানে জ্যান্ত মানুষ গুম হয়, প্রহসনের বিচারালয়ে জুডিশিয়াল কিলিং হয়, লজ্জাহীন মন্ত্রীর লাগাম নেই, সেদেশে কি আশা করা যায়?
১৬ মে ২০১৪ সকাল ০৮:৪৮
169593
আহমদ মুসা লিখেছেন : আমাদের দূর্ভাগ্য হচ্ছে এসব বিবেগহীন মানুষগুলোই আজ আমাদের বিচারাঙ্গনের চেয়ারে বসে আছে।
222211
১৬ মে ২০১৪ সকাল ০৭:৪০
হতভাগা লিখেছেন : বিজ্ঞ(!) বিচারক হয়ত মনে করেছেন যে একমাত্র তারই বিচার করার অধিকার আছে ।

উনি মনে হয় জানেন না / মানেন না (নাউজুবিল্লাহ)যে ,আল্লাহই সর্বশ্রেষ্ঠ বিচারক ।
১৬ মে ২০১৪ সকাল ০৮:৪৬
169592
আহমদ মুসা লিখেছেন : এ ক্ষেত্রে আমাদের নারীবাদী নেত্রী রথি মহারথিরা চোখে রঙ্গিন চশমা এবং মুখে কুলুপ এটে নীরব থাকবে। বেচারী মজলুমের অন্তরের বিশ্বাসটা (আল্লাহ তার বিচার করবে) নিজের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে তার বড় দোষ। কারণ এসব সাম্প্রদায়িক বাক্যগুলো প্রগতির অন্তরায়। এক্ষেত্রে নারীর অধিকার লঙ্গিত হয়নি।
আমাদের দূর্ভাগ্য হচ্ছে এসব বিবেগহীন মানুষগুলোই আজ আমাদের বিচারাঙ্গনের চেয়ারে বসে আছে।
১৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
169684
সবুজেরসিড়ি লিখেছেন : সহমত . . .
222220
১৬ মে ২০১৪ সকাল ০৮:৩৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আহহারে বিচা(ছাড়া)র পতি!! তোরে কোন জানুয়ারে জন্ম দিলোরে! কোন জানোয়ারের অউরষে বা তোরে গর্ভ ধারণ করলো? আসলেই তোরে কি কোন মানুষে জন্ম দিছে? কোন পশুও তো এমন আচরণ করে না। মনে হয় তুই মানুষ নামের কারো গর্ভে জন্ম গ্রহণ করসনি। তা না হলে একজন মাতৃত্বের প্রসব বেধঁনার কষ্ঠ ও যন্ত্রণা কিছুটা হলেও বুঝার আক্কেল জ্ঞান তোর মধ্যে থাকতো।

(আমি দু:খিত একজন সম্মানিত বিচারককে তুই বলে সম্বোধন করার জন্য। আসলে এর চেয়ে উন্নত ভাষা তার জন্য খুজে পাচ্ছিলাম না আমি)
১৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
169685
সবুজেরসিড়ি লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ . . .
১০
222242
১৬ মে ২০১৪ সকাল ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্ষমতার চেয়ারে বসলে সবকিছুকেই মনে হয়ে নিজের অধিন। কিন্তু একদিন জবাবদিতে হবে সবকিছুর জন্য।
১১
222329
১৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
সবুজেরসিড়ি লিখেছেন : হু অবশ্যই একদিন বিচারের সম্মুখিন হতে হবে . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File