এ কেমন দেশ প্রেম কেমন বন্ধুত্বের অমর নিদর্শন . . .
লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ২৬ এপ্রিল, ২০১৪, ০৮:৫৭:৪৪ রাত
এ কেমন দেশ প্রেম এ কেমন বন্ধুত্ব দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বন্ধুত্ব । আওয়ামীলিগ সবসময় বলে তারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা ছাড়া এই দেশ কে কেউ প্রকৃত ভালবাসেনা আর যা আছে সব দেশ বিরোধী শক্তি । বাস্তবতা কি দেখছি আমরা, এই কি দেশ প্রেম এই দেশত্ববোধ , না কি দেশের সহজ সরল জনগনের সাথে ভাওতাবাজী ।
তিস্তা পানি চুক্তির বিপক্ষে আওয়ামীলিগ , আওয়ামীলিগ পানি চুক্তি চায়না ।
তিস্থার পানির দাবীতে যখন আন্দোলন চলছে, ঠিক তখন মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে তিস্তার পানি চাই না, পানি চুক্তির দরকার নাই এমন দাবি তুলেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলিগের নেতা এ দাবী তুলেছেন উপজেলা আওয়ামীলিগের সাবেক সভাপতি অধ্যক্ষ সারওয়ার হায়াত খান ।
তিনি তার বক্তব্যের মধ্যে যে সব যুক্তি উপস্থাপন করেছেন তা হল :
১. এবার তিস্থার পানি না আসায় লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলায় ২৬ টি ইউনিয়নের ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন চাষাবাদ হয়েছে । এছাড়া ৬০ হাজার পরিবার তাদের বসত বাড়ি ফিরে পেয়েছে । এই জন্য নাকি তিস্তার পানি না আসায় উত্তম ।
২. সৌদি আরবে নদী নেই, সেখানে জীববৈচিত্রের ওপর কোন বিরুপ প্রভাব পড়ে না । আমাদের এ অঞ্চলে নদী না থাকলে এলাকাজুড়ে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে । তাছাড়াও বন্য ও নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দূর্যোগ থেকেও এ অঞ্চলের মানুষ রক্ষা পাবে।
৩. সে আরো বলেন তিস্তার পানি চাই না, পানি চুক্তির দরকার নাই । ভারতের গজালডোবা ব্যারেজে সব পানি আটকে রেখে তিস্তা নদী আবাদযোগ্য করা হোক ।
তার এ ধরনের যুক্তি কতোটা গ্রহন যোগ্য . . .
ি
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন