হিন্দু পল্লীতে হামলার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়ী : আবু সাইয়িদ
লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ০৮ নভেম্বর, ২০১৩, ১১:১৫:২৫ রাত
সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ পাবনার বনগ্রামে হিন্দু পল্লীতে হামলা, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুকে দায়ী করেছেন।
শুক্রবার বিকেলে বনগ্রাম বাজারে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, শনিবার যখন বনগ্রামে সংখ্যালঘুদের ঘরবাড়ি, মন্দির ভাঙচুর, লুটপাট করা হচ্ছিল, তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থল থেকে মাত্র ১০ মাইল দূরে অবস্থান করছিলেন। তাকে বারবার অবহিত করা হয়েছে। কিন্তু তিনি আসার সময় পাননি। তার সঙ্গে র্যাব-পুলিশ ছিল, কিন্তু তিনি তাদের কাউকে নির্দেশও দেননি।
আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারেক আলী মৃধা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতা রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র প্রমুখ।
থলের বিড়াল বেড়িয়ে পরেছে । মন্দির ভাংগে কারা ? হিন্দু পল্লীতে আক্রমন করে কারা ?
সুত্র : র্শীষ নিউজ
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন