যে শহরে রাস্তা নেই . . .
লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ০৭ নভেম্বর, ২০১৩, ০৫:১৫:৩৩ সকাল
গিথর্ন শহরকে বলা হয় ভেনিস অব নেদারল্যান্ড । এই শহরের জনসংখ্যা ২৬০০ । তবে আশ্চার্য হলেও সত্য এ শহরে কোন রাস্তা নেই ।
শহরের প্রত্যেকের রয়েছে ছোট ছোট দ্বীপ আর দ্বীপ পুঞ্জের চারপাশে খাল কেটে করা হয়েছে যোগাযোগের একধরনের নেটওয়ার্ক । স্থানীয়দের প্রত্যেকের রয়েছে নিজেস্ব নৌকা, চার মাইল প্রসারিত লেক যাতায়েতের প্রধান মাধ্যম ।
১৮০ টি কাঠের সেতুর মাধ্যমেও শহরের আন্তঃযোগাযোগ রক্ষা করা হয় । মালামাল পরিবহন, হেটেঁ চলার জন্য ব্রিজগুলো বেশি ব্যবহৃত হয় ।ভূমদ্যসাগরীয় ঔপনিবেশিকদের মাধ্যমে ১২৩০ সালের দিকে শহরটি গড়ে ওঠে । মূলত পিট সার বহনের জন্য শহরের চারপাশের লেকের মতে খালটি কাটা হয় উত্তর থেকে দক্ষিণে । ১৯৫৮ সালে ডাচ ডিরেক্টর বার হানেস্ট্রা নির্মিত ফ্যানফেয়ার সিনেমায় গির্থন শহরকে নিয়ে আসার পর থেকে এটা হয়ে ওঠে পর্যটনের অন্যতম একটি জনপ্রিয় কেন্দ্র ।
সুত্র :
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন