কোনটা সঠিক
লিখেছেন লিখেছেন দৃপ্ত কন্ঠ ২০ মার্চ, ২০১৩, ১২:৫৪:৪৬ রাত
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
মিথ্যার ঝুলি ছেড়ে সত্য পূজারী হবে।
কিছুক্ষন আগে খবর দেখলাম।মনে হলো দ্বিতীয় লাইনটা এমন ই হওয়া উচিৎ ছিলো।গত 12/03/2013 তারিখে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে বেশ কিছু শিশুর মৃত্যু ও কয়েকশত শিশু অসুস্থ হয়।এ ক্যাপসুল আনা হয়েছিল ভারতের এক অখ্যাত কম্পানি থেকে।তা খেয়েই অসুস্থ হয়ে পরে আমাদের ভবিষ্যত প্রজম্ন।সমস্যা হলো খবরে দেখলাম খাওয়ানো হয়েছিল নাকি বাংলাদেশী “গ্লোব ফার্মাসিউটিক্যাল” এর ক্যাপসুল(কয়েক যায়গায়)।তারা(গ্লোব) অবশ্য ব্যাপারটাকে অস্বীকার করেছে।তাহলে এখানে দুটো প্রশ্ন দাড়ায়……..
1)যদি গ্লোব থেকেই আনা হলো তা কেনো আগে দেশবাসীকে না জানিয়ে খাওয়ানো হলো?
2)দাদাদের মান ইজ্জত রক্ষা করতে গিয়ে আমাদের দেশীয় শিল্পের উপর আঘাত আসছে না তো?
ঘটনা যেটাই ঘটুক কোনটাই আমাদের জাতির জন্য শুভকর নয়।আমাদের নীতি নির্ধারকদের জাতীয় সার্থ রক্ষায় শুভ দৃষ্টির আশা করছি।
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন