বিপন্ন

লিখেছেন লিখেছেন দৃপ্ত কন্ঠ ১৩ মার্চ, ২০১৩, ১০:৪৩:৩৩ সকাল

আমি নিশ্চুপ হয়ে থেকেছি।।।

আমি নিশ্চুপ হয়ে থেকেছি,

বধির হয়ে থেকেছি

যেন কিছুই শুনতে পাইনি,

অসহায়ের হাহাকার,স্বজন হারার

গগনবিদারী চিৎকার,মজলুমের বুক থেকে

শো শো শব্দে ঝরে পরা রক্তের স্রোত,

আমি বাচতে চাই বলে চিৎকার করে ওঠা

মৃত্যু পথযাত্রীর আর্তনাদ,

কিছুই শুনতে পাই নি।

আমি অন্ধ হয়ে থেকেছি

যেন কিছু দেখতে পাইনি,

স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ

লক্ষ তরুনের দৃপ্ত শপথ

নির্দ্বিধায়,অনড় কন্ঠে

কেন থাকবে না আমাদের মত?

মেনে নেব না অন্যায়ের পথ।

চালাও গুলি,দেখতে চাই

কত বড় অমানুষ তুমি।

শপথ করেছিলে হবে রক্ষক

তবে কেন তুমি আজ ভক্ষক?

নাকি তুমি রক্ত পিপাসু জানোয়ারের

কালো রংয়ের বাহু?

সবই চোখের সামনে

তবুও দেখিনি আমি।।

আমি নিশ্চুপ হয়ে থেকেছি

আমি বধির হয়ে থেকেছি

আমি অন্ধ হয়ে থেকেছি।

শুধু পারিনি নিজের বিবেক দমাতে

বার বার জ্বলে উঠেছে,

বারুদের গন্ধে ক্ষতবিক্ষত হয়েছে

আমার বিবেক,

লাশের মিছিল দেখে বার বার

রাজপথে গিয়েছে বিবেক,

তর্জনি তুলে লখো জনতার

সামনে বক্তৃতা দিয়েছে বিবেক……

শোষন করে,বুটে পিষ্টে মেরে

পারবে না দমাতে

জানিয়ে দিতে চাই,

বারুদের গন্ধই আমার মধুমিতা

নিজের ক্ষত বেয়ে আসা রক্তই

আমার ভাল লাগা।

তুমি যতই আমায় আঘাত করবে

আমার লক্ষ্য ততই নিকট হবে

ততই জগত আমায় মনে রাখবে।

মনে রেখ ,যে হাত তুমি রাঙ্গিয়েছ কালো রঙে

হয়তো সে হাতই ধূসর হবে

তোমার দেয়া রং মিলিয়ে যাবে,

হয়তো সেদিন বুঝবে

সাদা আর কালোয় বিস্তর ফারাক

চুরমার করবে তোমার প্রকাণ্ড হাত।।

………………………ওমর ফারুক মসিহ্

বিষয়: সাহিত্য

৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File