তোমরা যারা ধর্মীয় রাজনিতি নিষেদ্ধের কথা বল..............
লিখেছেন লিখেছেন দৃপ্ত কন্ঠ ০২ মার্চ, ২০১৩, ০২:০০:৫৮ রাত
তদের বলছি,যারা ধর্মীয় রাজনিতি নিষিদ্ধের কথা বল।।।তুমি নবী(সঃ) এর জীবনী পরে দেখ,,আমার মনে হয় দুটো ব্যাসিকজিনিস পাবে।১)দ্বীনের দাওয়াত।২)বাতিলের বিরুদ্বে আজম্ন সংগ্রাম।।।আমাদের প্রিয় নবী ইসলামের দাওয়াত দেয়ার জন্য দিনের পর দিন কষ্ট করেছেন তেমনি কাফির,মুনাফিকদের বিরুধ্বে যুদ্ব করেছেন।রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন।।হুজুর সঃ এর জীবন তো আমাদের জন্য শিক্ষা তাইনা?....এটা তো গেলো নবীজির জীবন থেকে ...কুরআন তো সরাসরি বলেছে আল্লাহর বিধান কায়েম করতে।।সে অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে।।কুরআন এমন "যারা আল্লার বিধান অনুসারে ফয়সালা করে না তারা কাফির।তারা জালিম।তারা ফাসেক।"(আল ইমরান)।।।।।কুরআন এ এও বলা হয়েছে"আইন চলবে একমাত্র আল্লাহর"।তুমি একজন মুসলিম,জানি তুমি বিশ্বাস করো যে ইসলাম পরিপূর্ন জীবন ব্যাবস্থা।।তো রা্ষ্ট্র কি জীবনের বাইরের কিছু?হুজুরদের সব কথা ই ভাল...শুধু সমস্যা যখন ক্ষমতায় যেতে চায়।কুরআন কে ক্ষমতায় বসাতে চায়।।কুরআন তো আর পায়ে হেটে ক্ষমতায় বসবে না।।কোন ব্যাক্তির সেটা পরিচালনা করতে হবে।তাই ধর্মীয় রাজনীতি।এট। শুধূ আমাদের দেশে না,শুধূ ইসলাম ধর্মে না,পৃথিবীর বহু দেশ বহু ধর্মের ধর্মীয় রাজনিতি আছে...ভারতের বিজেপি,জার্মানীর খ্রীষটানীয়ান এসোসিয়েসন উল্লেখ যোগ্য।।আর একটা কথা,আজকে যারা ধর্মীয় রাজনীতি বন্ধের ধুয়া তুলছে তাদের মধ্যে শতকরা ৯৫ জনের ধর্ম সম্পর্কে কোন ধারনাই নেই।।তু জামাত কে অপছন্দ করতেই পারো,তারা না হয় স্বাধীনতা বিরোধী ছিল...দেশে তো আরো ইসলামী দল আছে সেগুলো করো।জানি তাও করবে না।।।।......
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন