সাহসের বাতিঘর কি দুর্বলের অস্ত্র নিলেন???

লিখেছেন লিখেছেন দৃপ্ত কন্ঠ ২২ এপ্রিল, ২০১৩, ১২:৪৮:৪৫ দুপুর

অনশন .....................

বেশ কয়েক দিন থেকে একটা বিষয় নিয়ে ভাবছি।আমি মাহমুদুর রাহমান স্যারের অসম্বব রকম ভক্ত।মনে প্রানে চাই তিনি ফিরে আসুন আমাদের মাঝে।কিন্তু তার এই অনশন ব্যাপারটা আমার মোটেও ভাল লাগতেছে না।তিনি ৩ দফা দাবিতে আমরন অনশন করছেন যা কোনো ভাবেই গ্রহনযোগ্য না।কোনো দাবী আদায়ের লক্ষ্যে আমরণ অনশনের মতো আত্মঘাতী কোনো কাজ ইসলাম সমর্থন করেনা।

হতে পারে তিনি দেশের প্রচলিত রীতি অনুযায়ী করেছেন। তিনি এত বছর ধরে একটি পত্রিকার দায়িত্বে ছিলেন।অত্যাচারি শাসকের বিরুদ্ধে কথা বলে তিনি সর্বশ্রেষ্ঠ জিহাদ করে চলেছেন।অথচ তিনি এ ব্যাপার টা ভাবলেন না যে অনশন নামক কাজটা ঠিক করছেন কিনা?তিনি তো এখন পুরো জাতির সম্পদ।তার বেঁচে থাকা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ন। তাঁর স্ত্রী ও মা তাঁকে অনশন ভাঙ্গার জন্য অনুরোধ করলেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে আশ্চর্যজনকভাবে অটল রইলেন।একজন মা কি তার সন্তানের জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন? এটা কি তার বোধগম্য হয় নাই?

আমার মনে হয় ধর্মীয় এই তথ্য টা তাকে বোঝানো উচিত।নইলে সত্যের পথে সংগ্রামী

এ মানুষ টা আল্লাহর কাছে কতোটুকু মর্যাদা পাবেন আল্লাহ ই ভালো জানেন।

আল্লাহ না করুন তিনি যদি অনশনাবস্থায় মৃত্যুবরণ করেন তখন তার পরকাল কেমন হবে এমন আত্মঘাতী সিদ্ধান্তের কারণে?

বিষয়: বিবিধ

২১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File