সাদ্দাম হয়ত খারাপ ছিল! কিন্তু তার এভাবে ফাসি যারা দিয়েছে তারা আরও খারাপ।
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ২৩ জুন, ২০১৪, ০৫:০৫:৪৯ বিকাল
অনেকে ইরাক যুদ্ধ কে সাধারন ভাবে নেয়। মুস্লিম দেশগুলির মাথা সৌদি আরব আর সারা বিশ্ব একসাথে মিলে এক অত্যাচারি রাজার হাতথেকে ইরাক কে বাচানোর যুদ্ধ । এটা পোশাকি কথা মুল কথা বাচ্চা ছেলেরাও জানে। কিন্তু আর ও গভীরের কথা এটা একপ্রকার ক্রুসেড আমেরিকা ব্রিটেনের খ্রিষ্টান সৈন্যরা নাকি সালাউদ্দিন আইউবির কবরে লাথি মেরে বলেছিল। সালাদিন ক্রুসেডারস আর ব্যাক। একটা যুদ্ধ পীড়িত দেশে তড়িঘড়ি করে সাদ্দামের ফাসি দেয়া কোন ন্যায় বিচার ছিলনা। এটা ছিল মুস্লিমদেশের শাসকদের এবং পুরো মুস্লিম জাতির প্রতি দেয়া একটা মেসেজ হয় আমাদের কথা শুনে চলো নইলে পরিণতি হবে এমন। তারা হয়ত সাদ্দাম কে স্পটে গুলি করে মেরে দিত পারত, কিন্তু তাতে অপমানের চুড়ান্ত করা যেতনা
কিন্তু আমেরিকার কাজ আমেরিকা করেছে। কিন্তু দেশিয় মীরজাফররা কেন তাদের পুতুল হয়ে তাদের ফরমায়েশ বাস্তবায়নে এগিয়ে আসে।
আজ মনটা খুব ভাল হয়ে গেছে সেই দালাল বিচারক নামের পোষা কুকুরদের একজন কে সাদ্দামের মত ফাসিতে ঝুলানো হয়েছে। এটাও আমার কাছে মুসলিম ভাইদের পক্ষ থেকে পোষা কুত্তাদের প্রতি একটি মেসেজ হিসাবে মনে হচ্ছে।
সময় থাকতে তোমরা সাবধান হও। আমাদের ক্ষমতা হয়ত কম, আমরা আমেরিকাকে ঘৃনা ছাড়া কিছু করতে পারছিনা কিন্তু তোমাদেরকে ছাড়া হবেনা।
মাইন্ড ইট।
বিষয়: বিবিধ
১৫২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুনলাম আপনেরে এই কথাডা বাংলাদেশের আনাচে কাচানে লোকমুখে বলাবলি করতাছে সবাই?
আয়াতটির একটি ব্যাখ্যা শুনেছিলাম, মনে গেঁথে নিয়েছিলাম-
তারপর দীর্ঘজীবনে কত যে ঘটনা দেখলাম..
মানুষের কাছে সময় যত দীর্ঘই হোক, আল্লাহতায়ালার তো সবই বর্তমান
মন্তব্য করতে লগইন করুন