দেশে কি মানুষ আর নেই?
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ৩০ জানুয়ারি, ২০১৪, ০১:৪৫:০০ দুপুর
দেশে কি মানুষ সব বস্তু হয়ে গেল, প্রতিদিন পুলিশ বিনা বিচারে গুলি করে মানুষ মারছে, যাকে মারছে সে হয়ত আমার কেউ নয় কিন্তু কারো না কারো ছেলে, বাবা, স্বামী , ভাই। আজ ওকে মারছে কাল আমাকে মারবে। বুঝলাম এটা নাকি পুলিস সন্ত্রাসী গুলি যুদ্ধে মারা যাচ্ছে । কিন্তু বিচারের নামে এ একি খেলা দেখাচ্ছে বিচারকরা অস্ত্র মামলায় কি হিসাবে ফাঁসির রায় দিল এত গন হারে।
এযে সাক্ষাত কিলিং। ভারতের খুশি করতে গিয়ে সরকার এদেশের মানুষ হত্যার মিশনে নেমেছে। আজ এ , কাল ও , পরশু কিন্তু আমি/আপনি।
কি করবেন ভাবুন। কি করা উচিৎ ভাবুন।
বিষয়: বিবিধ
১৩৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
মন্তব্য করতে লগইন করুন