দেশে কি মানুষ আর নেই?

লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ৩০ জানুয়ারি, ২০১৪, ০১:৪৫:০০ দুপুর

দেশে কি মানুষ সব বস্তু হয়ে গেল, প্রতিদিন পুলিশ বিনা বিচারে গুলি করে মানুষ মারছে, যাকে মারছে সে হয়ত আমার কেউ নয় কিন্তু কারো না কারো ছেলে, বাবা, স্বামী , ভাই। আজ ওকে মারছে কাল আমাকে মারবে। বুঝলাম এটা নাকি পুলিস সন্ত্রাসী গুলি যুদ্ধে মারা যাচ্ছে । কিন্তু বিচারের নামে এ একি খেলা দেখাচ্ছে বিচারকরা অস্ত্র মামলায় কি হিসাবে ফাঁসির রায় দিল এত গন হারে।

এযে সাক্ষাত কিলিং। ভারতের খুশি করতে গিয়ে সরকার এদেশের মানুষ হত্যার মিশনে নেমেছে। আজ এ , কাল ও , পরশু কিন্তু আমি/আপনি।

কি করবেন ভাবুন। কি করা উচিৎ ভাবুন।

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170366
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫১
মুিজব িবন আদম লিখেছেন : কে বলল যে ভারতকে খুশি করতে গিয়ে সরকার এদেশের মানুষ হত্যার মিশনে নেমেছে? বাস্তব অবস্থা তা নয়।বাস্তব অবস্থা বুঝতে হলে আরও গভীরভাবে চিন্তা করতে হবে। আসলে ক্ষমতার গোড়া এদেশে নাই। কেবল চেনাচেনা মুখ, আসলে অচেনা। তাইতো এদেশের সামনে অন্ধকার।
170371
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক

জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক


170500
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কর্মসূচি আর কার্যকরী কর্ম সূচী অনেক তফাত। তাই হয়তো সফল হচ্ছে না।
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
124286
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মিসটেক
170502
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশপ্রেমিকদের ফাসির রায় দিয়ে প্রমান করেছে এই সরকারের দেশ্দ্রুহী। যারা অস্ত্র ধরেছে তাদের কে আবার ফাসি হায়রে দেশ ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File