মনে আছে কারও খুন হওয়া গন জাগরণ মঞ্চের সিসিটিভি অপারেটর পুলিশ বাদল মিয়ার কথা ।
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ০৯ জানুয়ারি, ২০১৪, ০৩:৪৪:২৬ দুপুর
বাংলাদেশে অসংখ্য মানুষ তাই খুন ও হয় অনেক, বর্তমান আমিলিগ আমলে বেডরুম থেকে রাস্তা কোন কিছুরই নিরাপত্তা সরকার দেয়ার জন্য কারো কাছে খত দেইনি। তাই খুন গুম নিয়ে কোন প্রশ্ন তোলা যাবেনা আর জাতী ও সেই ভাবে মানসিক ভাবে প্রস্তুত কিন্তু মাঝে মাঝে কিছু মূল্যবান লোক খুন হবার সাথে সাথে প্রধানমন্ত্রী যেভাবে তৎপর হয় । তখন ভাবি এরা বুঝি বিশেষ কিছু জাতি, যেমন কিছুদিন আগে রাজশাহীতে সিদ্ধার্থ নামে এক পুলিশ সদস্য খুন হবার কারনে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে হুঙ্কার দিলেন এমন ফলশ্রুতিতে মেয়র সহ আরও রাজশাহী বাসির উপর যেরকম মামলা হামলা পুলিশ শুরু করেছে , সেটা দেখে আর গন জাগরণ মঞ্চের মত দ্বিতীয় পর্বের মুক্তিযুদ্ধের সৈনিকদের পাহারা রত গোপালী পুলিশ বাদল মিয়ার হত্যা নিয়া কোন সুরাহা না হওয়া নিয়ে কিছু ভাবনা মনের ভিতর উকি মারে।
বিষয়: বিবিধ
২১১১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন