এই পুলিশ কারা?
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ২৯ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৫:৩৩ সকাল
উপরের ছবি দুটি এবং ছবি দুটির বক্তব্য পাঠ করুন ।
প্রথম ছবির ব্যাক্তি দুটিকে বিরোধীদলের অবরোধ কর্মসুচিতে ঢাকা আসার সন্দেহে বেধড়ক পেটান হচ্ছে। নিচের ছবির শিশু ও মাকে কেন গ্রেফতার করা হয়েছে তার সঠিক কারন নেই।
এতদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির নামে নিরীহ নির্দোষ ছাত্রদের কে মারা হয়েছে, অনেকে স্বান্তনা খোজার চেষ্টা করেছিল ওরা শিবির করে, জঙ্গি কিন্তু আজ দেশের বৃহত্তম দলের কর্মিদের এভাবে কেন পেটান হচ্ছে ? জাতীর সদস্যরা কোন স্বান্তনা খুঁজে পায় কিনা?
আসলে যে ছেলেটি বিনা কারনে বিড়াল মেরে ফেলল সে আগামীদিনে মানুষ মেরে ফেলবে।
সেই নির্দোষ বিড়াল হত্যাকারীরাই আজ মানুষ মারার উৎসবে মেতে উঠেছে কিন্তু আফসোস বিড়াল মারার সময় কেউ শাস্তি দিলে হয়ত পশুগুলো অঙ্কুরেই বিনাশ হয়ে যেত।
বিষয়: বিবিধ
১৭৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন