বিনে ত্যাগে স্বাধীনতা হয়না।
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৯:০২:৪৬ রাত
১৯৪৭ এ এ দেশবাসী স্বাধীনতা পেয়েছিল পাকিস্থানের লেজে চেপে। আবার ১৯৭১ এ স্বাধীনতা পেয়েছে ভারতের লেজে। তাই গোলামী থেকে মুক্ত হওয়া্ যে কত যন্ত্রনার আর মুক্তি পাবার স্বাদ যে কত মধুর আর তা ধরে রাখা যে কত মূল্যবান তা এই বাংলাদেশি মানুসেরা জানেনা। তাই বুঝেনা অন্য মানুষের স্বাধীনতা ও দেশের স্বাধীনতার ই অংশ , আজ আমি যাকে মারছি সময় পেলে সেও আমাকে মারবে , এটা যে একটা নিকৃষ্ট পথ সেটা এজাতি বুঝেনা।
সাধনা ছাড়া খেলোয়াড় হওয়া যায়না, সাধনা ছাড়া শিল্পি হওয়া যায়না। আরা স্বাধীনতা সেটা আরও বড় জিনিস ত্যাগ ছাড়া হবেনা।
জাতি প্রস্তুত হও স্বাধীনতার জন্য ।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন