ব্রেইনলেস বাঙ্গালী পজেটিভ রেজাল্ট পাইলেই খুশি।

লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ১৯ ডিসেম্বর, ২০১৩, ০২:৫৮:৪২ দুপুর

দোস্ত জানিস গিনেস বুকে বাংলাদেশের নাম উঠে গেছে,?

কেন রে?

জানিস না আমরা সবচেয়ে বড় পতাকা বানায়া দেখাইয়া দিছি আমরাও পারি।

হ্যা , আমরাও পারি। কারন আমরাও মানুষ। কিন্তু পারছিনা আমাদের ব্রেইনলেছ মাথার জন্য।

যেখানে বিশ্ব রকেট নিয়ে মঙ্গলে যাচ্ছে, সেখানে আমরা দারুণ ডিজাইনের রিক্সা প্রদর্শন করে বেজায় খুশি,

মূলধারার অলিম্পিক গেমে ডিস কোয়ালিফাই এড়াতে পারিনা সে বিষয়ে কোন মাথাব্যাথা নেই কিন্তু প্রতিবন্ধী অলিম্পিকে পুরস্কার জিতে নিয়ে বিরাট হেডম দেখায়।

আমরা কি সারা জীবন প্রতিবন্ধী ই থেকে যাব?

হ্যা যত দিন এই সব কায়েমি স্বার্থবাদীদের কবল থেকে মুক্ত হতে পারব না , ততদিন প্রতিবন্ধী কিম্বা বন্দি হয়ে থাকতে হবে।

মণিহার সিনেমা হল কতৃপক্ষ নাকি এক ছেলেকে পুরষ্কার দিয়েছিল একনাগাড়ে অনেক সিনেমা দেখার কারনে , এই স্বীকৃতিতে তার কি এসে যায় ?

আরও সিনেমা দেখার প্রেরণা , ভবিষ্যৎ কে অন্ধকার করার উৎসাহ।

একবার একপাড়ার দোকানদার এক ছেলেকে হালখাতার পর একটা গ্যাস লাইটার উপহার দিয়েছে। কেন দিয়েছে জানতে চাইলে বলে তুই গত বছরে সবচেয়ে বেশি বিড়ি কিনে খেয়েছিস,

তুই হিলি গিয়া বিড়িখোর অফ দ্য ইয়ার, এটা তার পুরষ্কার ।

ভোদায় বাংলাদেশি যুবসমাজকে সরকার বিড়ি খোর অফ দ্য ইয়ার পুরষ্কার দিয়ে ভুলিয়ে রাখতে চাচ্ছে। আর বলদ জনগণ আনন্দে বগল বাজাচ্ছে।

এখন আসি প্রথমে যা বলতে চেয়েছিলাম , সব পজেটিভ ভালো না সে বিষয়ে।

এক এরশাদ কাকুর মত চরিত্রবান লোক এইডস টেস্ট করে , HIV পজেটিভ মানে তার ভাষায় পজেটিভ রেজাল্ট পেয়ে খুশি । কিন্তু যখন জানতে পারলো এই পজেটিভ তার মৃত্যুর পরোয়ানা। তখন আর দুঃখের সীমা থাকেনি।

বিষয়: বিবিধ

১৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File