নাটক, নাট্যকর, নট, নটী
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ২২ আগস্ট, ২০১৩, ১০:৫৫:৩৫ সকাল
বাংলা নাটকের ইতিহাস খুব বেশিদিন আগের নয়, ইংরেজ শাসন আমলে শুরু হওয়া এই সংস্কৃতি বেশি সমৃদ্ধি লাভ করতে পারেনি ভাল নাট্যকরের অভাবে। কিন্তু এই আফসোস আজ দূরীভূত হবার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরে নতুন নতুন নাটক বাংলাদেশি জনতা উপভোগ করে যাচ্ছে। কোনটাই দর্শকপ্রিয়তা পাচ্ছেনা কিন্তু নাট্যকরের কোনরুপ বিরক্তি ছাড়াই নতুন নাটকে হাত দিচ্ছেন। পুরো বাংলাদেশ এক ওপেন নাট্যমঞ্চ হয়ে দাড়িয়েছে । নতুন নতুন নট নটীদের হাস্যকর অভিনয় জাতীয় জিবনে নতুন আশার সঞ্চার করেছে। গোপাল ভাড়ের বাংলাদেশে বহুদিন যাবত মানুষ হাসি ভুলে গিয়েছিল। চোয়ালের হাড় বেশি রিজিড (কড়া) হয়ে গিয়েছে । কিন্তু সেই শক্ত হাড়ের জন্য অতি শক্ত থেরাপীর ব্যাবস্থা নিত্যদিন করা হচ্ছে।
সাম্প্রতিক কালে সরকারী উদ্যোগে যে নাটকের ব্যবস্থা নেয়া হয়েছে তা নাকি শুরু হয়েছিল গত সরকারের আমলে জজ মিয়া নামে যে নাটক সেসময় মঞ্চস্থ হয়েছিল সেটা যে আমাদের জাতীয় জিবনে একটা মাইল ফ্লক হয়ে থাকবে তা কেউ ভাবতে পারেনি। এর পর না-হাসি সরকার একের পর এক নাটক উপহার দিয়ে যাচ্ছে। সাধারন দর্শক হতভম্ভ হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা উপভোগ করবে। দেশপ্রেমিক আবুল, কালোবিলাই, রেশমা, হ্লমার্ক এবং আবুল মাল, রাবিশ মন্ত্রী, কে আছিস বিল্ডিং ঝাকাস না, ইত্যাদি বিভিন্ন নাটক ।
আজ একখান নয়া নাটক দেশ বাসী দেখল, মিশর দুতাবাসে হামলা।
যাক হাসিনা বুবুর হাসানোর এই প্রচেস্টা জাতী বহুদিন স্মরণ রাখবে আশাকরি।
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন