ঝঞ্ঝাবিক্ষুব্ধ বিশ্ব এবং সময়ে একটা ফানপোস্ট এর চেষ্টা করলাম
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ২০ আগস্ট, ২০১৩, ০৪:০৫:১৭ বিকাল
মানুষ এক আজব প্রানী যে কিনা নিজে গান শুনেই ক্ষ্যান্ত হয়না অন্যকেও শুনিয়ে ছাড়ে তার হেড়ে গলার উচু গর্জন।
কিন্তু তার গান যে শ্রোতার কানে GUN এর গুলির মত বিধে কানের ডায়াফ্রাম ফাটিয়ে দেয় সে খেয়াল আর কে করে। আপনি এটাকে নিছক ফানি ব্যাপার ভাবছেন তা কিন্তু নয়,
ফ্যাসিজমের শুরুটাই এখানে, নিজের মত অন্যকে মানতে বাধ্য করার যে স্বৈর মনোভাব যুগেযুগে শাসকরা দেখিয়েছে, সেটা আর এটা একই সুতায় বাধা।
তবে মানুষ কিন্তু স্বাধীন প্রানী, আপনি জোর করে অন্যেকে নিজের কথা শোনাতে , বিলবোর্ডে উন্নয়ন এর ছবি দেখাতে বাধ্য করতে পারেন, পালন করিয়ে নিতে পারেন অযথা শোক কিম্বা হাসি দিবস , কিন্তু মনে মনে সে আপনাকে শাপ শাপান্ত করতে ছাড়বেনা,
কেন আপনি বাংলা সিনেমার সেই অমর ডায়লগ শুনেন নি ?
" ছেড়েদে শয়তান, তুই দেহ পাবি কিন্তু মন পাবিনা, মন জলিল ভাইরে কপিরাইট কইরা দিছি"
আসলে মন পাওয়া আর মন বোঝা খুব দুরুহ ব্যাপার তা সে আপনার প্রানের প্রিয়ার মন হোক আর নিরীহ আদরের সন্তানের মন হোক।
এক দম্পতি একবার পরীক্ষা করছে যে তাদের মিষ্টি ছেলেটা কাকে বেশি ভালবাসে?
বাবা বলে আমাকে,
মা বলে আমাকে,
শেষে এক মজার বুদ্ধি করে বাবা বলল, মানুষ নাকি কষ্ট পেলে প্রিয় মানুষের নাম নেয়, আমরা আড়াল থেকে বাবুর মাথায় একটা ঢিল মেরে দেখি সে প্রথমে কার নাম নেয়?
যার নাম নেবে, বুঝব তাকেই বেশি ভালবাসে,
ভালবাসার পরীক্ষা হয়ে গেল, ছেলের মাথায় টুক করে মারা হল ঢিল,
না মিস হয়ে গেল লাগল পিঠে , যাক তবুও কাজ হবে।
ছেলে মুখ খুলছে, খুলছে। এই বার জানা যাবে।
" কোন শালা, হারামজাদা রে এ এ , আমার পিছে ঢিল মারে................................."
ভালবাসা বোঝা না গেলেও বোঝা গেল ছেলে আর কাচা নেই পেকে গেছে গোড়া শুদ্ধু ।
আসলে পরের উপর নিজের মতামত চাপিয়ে দেয়াটা এক প্রকার স্বার্থপরতা, অন্যের মতের যে একটা মুল্য আছে অপেক্ষাকৃত ক্ষমতাবান , বড়রা মানতে চায়না, নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে পুরান ঢাকার এক পরিবারে টিউশনি করতে গিয়ে দেখেছি অর্ধশিক্ষিত মা , তার জ্ঞ্যান আমার উপরে চাপিয়ে দিতে চেস্টা করে। "পড়ালেখা ছিল আমাদের আমলে কত্ত কঠিন বই, আর কি কড়া সব মাস্টার, আর এখন তো......................"
আসলে মেয়েরা মনে হয় একটু বেশিই স্বার্থপর, বাংলালিংকের বিজ্ঞাপনের মত ট্রেন মিস করে আমলকী আনলেও বলে লবণ কোথায়? ভালবাসার টানে প্রেমিক তার ওড়না দিয়ে ফাস দিলে প্রথমেই বলে
গলায় ফাস নেয়া ছেলের সংখ্যা আমি জিবনে কমই দেখেছি প্রেমের কারনে ছেলেরা সব দিতে পারে শুধু জিবন ছাড়া। বরং ছেলেরাই বিবাহিত হয়েও সোশাল নেটওয়ার্কে নিজের অবস্থা লিখে দেয় SINGLE আর এই নিয়ে আমার সংসারে ও ঝঞ্ঝাট কম হয়নি , । জানিনা এটা কোন দেশের কার্টুন , মনে হয় আমাদের কপালেও এমন ভোগ আসছে
যাক কথা হচ্ছিল গান নিয়ে , গান অনেক সময় আপনাকে বাধ্য হয়ে গায়তে হয় যেমন আপনার শুনেছেন টয়লেটের দরজায় ছিটকিনি না থাকলে ইজ্জত বাচাতে গান গেতে হয়।
রাতে একলা ভুতের ভয় ওলা রাস্তায় ভয় তাড়িয়ে মনে সাহস আনার জন্য কাপা কাপা গলায় গান না করে উপায় থাকে না।
কেউ গান করে মনের সুখে, আবার কেউ গান করে মনের দুখে, গুনগুনিয়ে গান করে কেউ, আবার ত্বার স্বরে গলা চড়িয়ে করে অনেকে সেটা নিয়ে অনেকের মাথা ব্যাথা নেই , কিন্তু
বেসুরো গলায় গান না হয় আপনি সহ্য করেন কিন্তু আজ তাল বেতাল কথায় রিমিক্স, ডিজে নামের যে গানের হিড়িক চলছে , তা আপনার প্রান ভেজাতে না পারলেও প্যান্ট ভিজিয়ে দেবে সন্দেহ নেই।
তবুও গান ধরুন অন্তত GUN ধরবেন না ।
বিষয়: বিবিধ
৪৫০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন