মাহমুদুর রহমান। শেষ স্বাধিন মানুষ টি।

লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ১৯ এপ্রিল, ২০১৩, ০৩:০৪:১৮ রাত

Spirit: Stallion of the Cimarron ২০০২ সালে মুক্তি পাওয়া





এনিমেশন সিনেমাটি হয়ত আপনি দেখেছেন। একটি বুনো ঘোড়ার জিবনের বিভিন্ন সংগ্রামের চিত্র যেভাবে সু অভিনেতা ম্যাট ডেমন এর কন্ঠস্বরে জিবন্ত হয়ে উঠেছে দেখে ঘোড়াটিকে ই মনে হবে বিশ্বের সকল মজলুম মানুষের প্রতিবিম্ব।

একটি স্বাধিন বুনো তেজি অশ্ব , কি তার রাজকীয় চাল চলন





প্রয়োজনে তাড়িয়ে ফিরেছে হিংস্র বাঘকে, রক্ষা করেছে নিজের দল কে সত্যিকার বীরের মত।



কিন্তু একদিন অসভ্য লোভি মানুষের দানবীয় জালে বন্দি হয়ে গেল সে, কি অসহায় তার চোখের দৃষ্টি শুধু একটাই প্রশ্ন কেন এমন নষ্ট এই বিশ্ব ?



কিন্তু বন্দি হয়েও হারায়নি সাহস, ক্রুর নিষ্ঠুর অমানুষ দের কাছে বশ্যতা মেনে নেয়নি, মাথা নত করেনি একটি বারের জন্যও ।



সংগ্রাম চালিয়ে গিয়েছে মরণ পণ, ভেঙ্গে দিয়েছে মানুষের ছাল পরা হায়েনাদের সকল শৃঙ্খল

ফিরে এসেছে বীরের বেশে , মায়ের কাছে, তার দলের কাছে , প্রিয় জন্মভূমিতে , আবার স্বাধিন রুপে।



প্রথম যখন সিনেমাটা দেখতাম একটা বুনোঘোড়ার দুঃখে চোখের পানি ধরে রাখতে পারতাম না এমনকি আমার আট বছরের ছোট বোনটিও দেখতাম চোখ মুছেছে। কারন এই ঘোড়ার জিবন , বন্দিত্ব, অসহায়ত্ব আমাকে মনে করিয়ে দিত ফিলিস্তিন, ইরাক, কাশ্মীর, আফগান ভাই দের কথা । কখন ও কখনও নিজেকেই মনে হত ঐ ঘোড়ার মত।

বহুদিন পরে অনশনরত বন্দি মাহমুদুর রহমানের ছবি দেখে এই সিনেমার কথা মনে পড়ে গেল।

আপনি ঘোড়ার ছবি গুলোর স্থানে মাহমুদুর রহমানের ছবি কল্পনা করুন দেখেন ঠিকি মিলে যাবে।

বিষয়: বিবিধ

১৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File