যদি গল্পটি "আমার দেশ" ছাপাতো। ভাবুন তো কি হত?

লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ১৭ এপ্রিল, ২০১৩, ০২:৪৭:৪৩ দুপুর



বাসন্তী রঙ্গের চাইতে গাড় হ্লুদ সাংবাদিকতার পত্রিকা প্রথম আলো যে গল্পটি ছাপিয়ে দেশে হৈচৈ বাধিয়ে শুশীলদের লেজে লঙ্কার হনুমানের চেয়ে বেশি আগুন লাগিয়ে দিল , এক বার ভাবুন তো এই লেখা যদি আমার দেশ, নয়া দিগন্ত অথবা সংগ্রাম প্রকাশ করত তবে কি হত? নারী অবমাননার দায়ে, জাগরণী মঞ্চের বিরোধিতার কারনে হয়ত তাদের অফিসে আগুন লাগিয়ে দেয়া হত। সম্পাদকের ফাসি চাই ফাসি চাই করে বিরক্ত হয়ে তারাই চাপাতি নিয়ে হামলা করে বসতো।

আসলে লাকিরা যে ফাকির মধ্যে আছে সেটা বোদ্ধা জনেরা জানলেও তাদের এ সত্য বলার মত সাহস ছিলনা। সত্য বলার দায়ে মাহমুদুর রহমান বারবার রিমান্ডের নামে যে নির্যাতন সহ্য করে যাচ্ছে তা স্বীকার করার সাহস এবং সততা মতির কোন কালেই ছিলনা। কিন্তু ধুরন্ধর মতই কেন যে কিসের আশায় এই সত্য গল্পের আকারে ছাপাল তা আমার বুঝে আসছেনা।

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File