মাহমুদুর রহমান ভয় নাই।
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ১১ এপ্রিল, ২০১৩, ০৩:০৮:৩২ দুপুর
সত্য বলার অপরাধে বিশ্বে অনেকেই অপরাধী হয়েছে । এ আর নতুন কোন ঘটনা নয়। সেই গ্যালেলিও থেকে আজকের মাহমুদুর রহমান কেউ অত্যাচারী ক্ষমতাবানের রুদ্ররোষ থেকে রেহাই পায়নি কিন্তু সুখের কথা জয় পরাজয়ের মাপকাঠিতে মাহমুদুর রহমানেরাই জিতে আছে এবং জিতে থাকবে।
আপনাদের কি মনে আছে গত ফুটবল বিশ্বকাপ খেলায় ফলাফল আগাম বলে দেয়া সেই অক্টপাস "পল" এর কথা?
ফাইনালে যখন তার ভবিষ্যৎ বানী কাকতালীয় ভাবে ফলে যায় তখন সত্য বলার দায়ে জার্মানিরা কি কি বলেছিল? তাকে গরম তেলে ছেড়ে দিয়ে ফ্রাই করা হোক, কুচিকুচি করে ব্লেন্ডারে দিয়ে কিমা করা হোক আরও কত কথা। যদিও হয়ত তারা ফান করে বলেছিল তবুও ভাবুন সত্য বিপক্ষে গেলে মানুষের প্রতিক্রিয়া কেমন।
সত্যর কোন পক্ষ বিপক্ষ নেই কিন্তু অন্ধ মানুষের পক্ষ বিপক্ষ আছে। তারা ধুলার ঝড় উঠিয়ে সুর্য রশ্মিকে ঢেকে দিতে চায়, কিন্তু ওরা জানেনা সেটা বেশি সময় সম্ভব না।
সত্যের সুর্য নিভিয়ে দেয়া যায়না কিন্তু বাতিলের ধুলিঝড় থেমে যাবে অচিরেই।
শুধু অপেক্ষা টিকে থাকার। কালো শয়তানের অট্টহাসি আসলে তার কান্নার শব্দ এতে ভয় পেলে চলবে না। মনে রাখবেন অত্যাচারী চির কাল ই ভিরু যতই মোটা হোক না দেহ সাহস বেজায় সরু।
বিষয়: রাজনীতি
১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন