মিথ্যাচার : আমার ব্লগ ডটকম কি সরকার বন্ধ করে দিয়েছে নাকি তারা নিজেরাই ভয়ে বন্ধ করে দিয়েছে?
লিখেছেন লিখেছেন বোরাক ০২ এপ্রিল, ২০১৩, ০৬:১৬:২২ সন্ধ্যা
সবাই বলছে বিটিআরসি নাকি আমার ব্লগ ডটকম বাংলাদেশে বন্ধ করে দিয়েছে। কিছুক্ষন আগে আমার ব্লগের পেজে ঢুকতে গিয়ে দেখি তারা কালো ব্যানারে তিনজন ব্লগার গ্রেফতার হওয়ার প্রতিবাদে তাদের ব্লগ বন্ধ রেখেছে বলে জানায়। তাহলে কি সরকার আমার ব্লগ বন্ধ করেনি? সরকার বন্ধ করলেতো তাদের পেজে ঢুকা যেতনা।যেমন সোনার বাংলা ব্লগে ঢুকা যায়না। হাস্যকর হিজরাদের (নাস্তিক) এই বাঁচানোর কৌশল
বিষয়: বিবিধ
১৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন