ব্যাফউউউক বিনুদুন ।:D:D
লিখেছেন লিখেছেন এযুগের আইনস্টাইন ০১ মার্চ, ২০১৩, ১১:০৪:১৭ রাত
অনেকদিন আগে এনটিভি'তে কুইজ শো ‘‘জানার আছে বলার আছে’’ অনুষ্ঠানটা দেখতেছিলাম ।
এক সময় সেখানে একটা মেয়ে কল করলো, সে ‘‘মজার প্রশ্ন’’ (:s) অপশনটা নিলো ।
উপস্থাপক নাবিলাপু প্রশ্ন করলেন...
‘‘কোন খানায় আনন্দ নাই?’’
উত্তরে মেয়েটা অনেক্ষন ভেবে চিন্তে যা বল্লো............. তা শুনে তো আমি উচ্চস্বরে হেসে উঠলাম :D
অনুষ্ঠানের উপস্থাপক, অথিতি, পাশে যারা বাদ্যযন্ত্র বাজাইতে ছিলো তারা ও হেসে দিলো, তবে লাইভ অনুষ্ঠান হওয়ার কারণে তারা নিজেদের হাসা চেপে রাখতে বাধ্য হল ।
কিন্তু আমার হাসি তখন ও থামে নাই ।
তারপর নাবিলাপু বল্লো যে এটার উত্তর হল ‘‘জেলখানা’’
·
·
·
·
·
আমার এখনো মাঝে মাঝে ঐ মেয়েটার উত্তরটার কথা মনে পড়লে নিজে নিজেই হেসে দেই ।
মেয়েটা কত্তো সুন্দর করে ও কনফিউশনের মধ্যে থেকে বল্লো.........
‘‘আপু । পায়*না?!! :s’’ ।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন