সন্ত্রাসের বিরুদ্ধে ইরান, ভারত ও রাশিয়াকে ঐক্যবদ্ধ হতে হবে : লারিজানি
লিখেছেন লিখেছেন দিকভ্রান্ত নাবিক ০২ মার্চ, ২০১৩, ১০:০৪:৫৩ সকাল
ইরানের জাতীয় সংসদ স্পিকার আলী লারিজানি সন্ত্রাসবাদ বিস্তারের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, সন্ত্রাস বিস্তার প্রতিহত করার জন্য ইরান, ভারত ও রাশিয়াকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। ভারত সফররত লারিজানি বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে সাক্ষাতে আরও বলেছেন, ‘মার্কিন বাহিনী এমন সময় আফগানিস্তান ত্যাগ করতে যাচ্ছে যখন দেশটিতে সন্ত্রাসবাদের ব্যাপকতা বেড়েছে। এ অবস্থায় ইরান, ভারত ও রাশিয়াকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইরান ও ভারত অভিন্ন অবস্থান নিয়েছে—এ কথা উল্লেখ করে তিনি এক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। ইরানের সংসদ স্পিকার বলেন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান এবং ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। সাক্ষাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি সব ক্ষেত্রে তেহরান-নয়াদিল্লি সম্পর্কের উন্নয়ন কামনা করেন। ১পশ্চিমা দেশগুলোর চাপ ও হুমকির মুখে পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরানের শক্তিশালী অবস্থানের প্রশংসা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার তেহরানের রয়েছে। আলী লারিজানি বুধবার নয়াদিল্লিতে ভারতের পার্লামেন্ট স্পিকার মীরা কুমারের সঙ্গেও সাক্ষাত করেন। সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন প্রসঙ্গে তাদের মধ্যে আলাপ হয়।
বিষয়: আন্তর্জাতিক
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন