আগুনের ধর্মই জালিয়ে দেয়া
লিখেছেন লিখেছেন দিকভ্রান্ত নাবিক ০২ মার্চ, ২০১৩, ০৩:১৯:৪৫ রাত
এক ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ-- এমন কথা লিখে বরং গাধার পরিচয় দিলাম। একথা কেনা জানেনা আর কে বা বোঝে না। গত দুইদিনে কম করে হলেও ৬০ জন মারা গেছেন। সাইদির রায়কে কেন্দ্র করে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের সহিংস কর্মকাণ্ড এবং জামাআত-শিবিরের উপর সরকারি দল ও পুলিশ এর বেপরোয়া ও আক্রমণাত্মক প্রতিরোধের বলি হয়েছেন ৫ পুলিশসহ ৬০ জন। বিভিন্ন মিডিয়ার কল্যাণে সারাদেশের বিভিন্ন স্থানে যেভাবে মানুশের( হোক সে জামায়াত, আওয়ামী লীগ বা পুলিশ) লাশ পড়ে থাকতে দেখা গেছে তাতে আর মনে হয়নি আমরা কোন গনতান্ত্রিক দেশে বাস করি, বরং দুর্ভিক্ষ -পীড়িত আফ্রিকার কোন দেশ মনে হয়েছে।
সবচেয়ে দুক্ষজনক ব্যাপার হল বিভিন্ন ইস্যুতে জাতি আজ দুইভাগ নয় তিন বা চার ভাগে বিভক্ত হয়ে গেছে যা দেশের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলে দিয়েছে । আরামকেদারার বুদ্ধিজীবীরা দেশের মানুষকে পুরোপুরি অন্ধকারেই রেখেছেন।
বিষয়: রাজনীতি
৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন