তীব্র ধিক্কার ও নিন্দা

লিখেছেন লিখেছেন বিরামহীন ০১ মার্চ, ২০১৩, ১১:২৩:৪১ সকাল

আজ ২৮ ফেব্রুয়ারী বৃহসপতিবার সন্ধা ৭ টায় বাংলাদেশের তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত হযরত মাওলানা আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর ফাসির রায় দেওয়ার প্রতিবাদে ইতালীর রাজধানী রোমস্থ মানবাধীকার সংগঠন গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস.রোম,ইতালী এর উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় ।

গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটসের সভাপতি মাহমুদ আহমদ নাঈমের সভাপতিত্বে,সেক্রেটারী মশিয়ার রহমান মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জাহিদ হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের সাবেক প্রক্ষাত সাংবাদিক ৮০ দশকের ছাত্রনেতা সাংবাদিক জাহিদ হোসাইন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,বিশিষ্ঠ আলেমেদীন মাওলানা ফজলুল করিম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মুহাঃ মোশাররাফ হোসাইন,বিবাড়িয়া জেলা সমিতির নেতা মুজাহিদুল ইসলাম খাদেম,ভিত্তরিয় মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন ও ব্যবসায়ি আব্দুর রব প্রমুখ ।

বক্তারা অবিলম্বে অবৈধ রায় বাতিল করে সর্বজন শ্রদ্ধেও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সির হযরত মাওলানা আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী স হ সকল রাজ বন্দীর মুক্তি দাবি করেন ।৯০% মুসলীম অধ্যুষিত বাংলাদেশে আল্লাহ রাসুলের বিরুদ্ধে মিথ্যা কুরুচিপুর্ণ কেসসা কাহিনি প্রকাশ, কুরআন হাদিস বিকৃতি করে দ্বীন ইমানের উপর ব্লগারদের নগ্ন হস্তোক্ষেপ বন্ধ করার আহবান জানান।ইতিহাসের বর্বরচিত পুলিশি হামলা চালিয়ে আজকে যে ইসলামী জনতার শতাধীক হত্যা ও স হস্রাধীক আহত করা হয়েছে তার ও তীব্র ধিক্কার ও নিন্দা জানান ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জাহিদ হোসাইন বলেন,আজকে হযরত মাওলানা আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর ফাসির রায়ের মাধ্যমে তিনি সরাসরী আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন । এটাই তার কামনা ছিলো । কিন্ত বাংলার ১৬ কোটি মানুষ ও বিশ্ব মুসলীম মিল্লাত বড় খতিগ্রস্থ হলো। ইমাম হারালো বিশ্ব ইসলামী নেতৃত্ব । আজকে সারা দেশে শিবিরের যে সাহসী সন্তানদের গুলি করে হত্যা করা হোলো সারা বাংলা খুজে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ দাড় করাতে পারবেন না । তাদের অপরাধ যদি শুধু ইসলামী আন্দোলন হ্য় তবে অপেক্ষায় থাকুন একদিন তাদের হাতেই ক্ষমতা আসবে । ষেদিন আপনারা পালানোর পথ খুজে পাবেন না ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের সাবেক প্রক্ষাত সাংবাদিক ৮০ দশকের ছাত্রনেতা সাংবাদিক জাহিদ হোসাইন বলেন টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া যার কন্ঠে জানতে পেরেছিল ইসলাম । যার আলোচনায় জানতে পেরেছিলো প্রকৃত ইসলাম ও ধর্মনিরপেক্ষতার ব্যবধান ।যার আলোচনায় খুজে পেয়েছিলো ৬০০ শতাধিক অমুসলিম দ্বীনের সুমহান দঅয়াত ।

যার আলোচনার আহবানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ বনীআদম ইসলামী জিবন বিধানের খোজ পেয়েছিলো । আল্লামা সাঈদীকে ফাসি দিয়ে তাদের রিদয় থেকে তার নাম কখনও মুছে দিতে পারবেন না ।

বিশিষ্ঠ আলেমেদীন মাওলানা ফজলুল করিম বলেন ,প্রত্যেক যুগের জালেম শাহীর সাথে ইসলামী জিহাদে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নবী রাসুল বা মুজতাহিদ আল্লাহ দুনিয়াই পাঠান । আজ যালেম হাসিনা শাহীর সাথে ইসলামী জীহাদে আল্লাহ আল্লামা সাঈদী কে কবুল করেছেন ।

সভাপতর বক্তব্যে মাহমুদ আহমদ নাঈম বলেন,ভাইয়েরা আমার । আজকে সাঈদীর ফাসী ,ইসলামী ছাত্রশিবিবিরের উপর হত্যাকান্ড, রাস্ট্রিয় সন্ত্রাস নতুন কিছু নয়। আমরা ইসলামের ইতিহাস জানি । নিকট অতিতে মুসলীম ব্রাদারহুডের ইতিহাস জানি ।যাদেরকে হত্যা নির্যাতন করে উৎখাত করতে চেয়েছিল।তারাই আজ মিশরে ক্ষমতায় । সেদিন বেশি দুরে নয় যে ছাত্রশিবির আজকের যালেমদের উৎখাতকরে ইসলামের পতাকা উড্ডিন করবে বাংলার আকাশে বাতাসে । অবিলম্বে ব্লাসফেমী আইন করে শাহবাগী নাস্তিকদের বিচারের আওতাই আনার দাবি জানান ।

মুহুর্মুহু শ্লোগান ও অঙ্গন শিল্পী গোষ্ঠীর বিপ্লবী গান বিক্ষুদ্ধ উপস্থিতিকে উদ্দীপ্ত করে তুলে ।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File