শাসক ও প্রজা !!!
লিখেছেন লিখেছেন সাইদ ১০ জানুয়ারি, ২০১৪, ০৮:৪০:১৩ সকাল
হাজ্জাজের শাসনকালে প্রতিদিন সকালে মানুষ একে অপরকে জিজ্ঞাসা করতো যে,গতরাতে কে কে কতল হয়েছে,কার কার ফাঁসি হয়েছে,কার কার চাবুকের আঘাতে পিঠ রক্তাক্ত হয়েছে?
ওলীদ বিন আব্দুল মালেক বহু ধন সম্পদ ও অট্রলিকা নির্মাণে আগ্রহী ছিল.তাই তার শাসন আমলে মানুষ একে ওপরে জিজ্ঞাসা করত যে ,কোথায় কোথায় নতুন অট্রলিকা নির্মাণ হলো,কোথায় নদী খনন করা হলো, কোথায় কোথায় সুন্দর বাগান তৈরী করা হলো ইত্যাদির কথা জিজ্ঞাসা করতো?
সোলাইমান বিন আব্দুল মালেক খানা-পিনা,গান-বাজনার আশেক ছিল।সে যখন যুবরাজের সিংহাসনে বসলো, তখন লোকেরা একে অপরকে উন্নত মানের খাবার, সুন্দর গায়ঁক এবং সেবিকাদের সম্মন্ধে জিজ্ঞাসা করত।এটাই ছিল তার নিকট গুরুত্ত্বপূর্ণ বিষয়।
যখন উমর বিন আব্দুল আযীয খলিফার আসন গ্রহণ করলেন তখন মানুষ একে অপরকে জিজ্ঞাসা করত যে কে কতটুকু কুরআন মুখুস্থ করেছে,গতরাতে কে কতটুকু কুরআন তেলওয়াত করেছে,কে কতটুকু নফল সালাত আদায় করেছে,কে কতদিন মাসে নফল রোজা রাখে?
জনগণ তাদের শাসকের অনুসরণ ও অনুকরণ করে থাকে।
বাংলাদেশের জনগণ প্রতিদিন সকালে একে অপরকে জিজ্ঞাসা করে গত রাতে কে কে নিহত হয়ছে,কার কার গুম করা হয়েছে,কার কার পেট্রল বোমায় হত্যা করা হয়েছে,কতজনকে গ্রেপ্তার করে হাত পা ভেঙ্গে দেওয়া হয়েছে হয়েছে,কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে,কে কে ধর্ষণে সেন্চুরি করেছে,কে কে প্রতিপক্ষকে হত্যা করে টেন্ডার বানিজ্য ছিনিয়ে নিয়েছে, কে কে প্রতিপক্ষের পায়ের রগ কেটে দিয়েছে,জনগনের সম্পদ লুন্ঠন করে কে কে হাজার হাজর গুন সম্পদ বাড়িয়েছে,কে কে কতোটা মিথ্যা কথা বলেছে ,কে কে চাপাবাজি করেছে,কে কে নিজে অন্যায় করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে,কে কে কাকে কতটুকু প্রতারণা করেছে,কে কে অন্যর ঘরবাড়ী জ্বালিয়ে দিয়েছে,কে কে মানুষ হত্যা করে উল্লাশ প্রকাশ করেছে,কে কে লগি বৈঠা দিয়ে জনগনকে পিটিয়ে মেরেছে,বিরোধী মতকে দমন করতে গিয়ে পুলিশ কিভাবে ভক্ষকের ভুমিকা পালন করেছে আর মিডিয়ার সামনে নেতারা হাস্যজ্বল মুখে দুর্ঘন্ধযুক্ত মিথ্যা ভাষণ পরিবেশন করে দম্ভ করে বেড়িয়েছে?
বাংলাদেশের জনগণও তাদের শাসকের অনুসরণ ও অনুকরন করে থাকে।কি মহান গুনাবলীর অধিকারী আমাদের দেশের শাসক শ্রেণী !!!!
হে আল্লাহ এই দেশের জনগণ সকালে উঠে যেন একে অপরকে বলতে পারে কে কে গতকাল সালাত আদায় করেছে,প্রতিবেশীর হক আদায় করেছে,আত্বীয় স্বজনের জন্য হক আদায় করেছে,গরিবের সাহায্যে কি কি করেছে ইত্যাদি ভালো কাজের কথা.আমাদের শাসকদেরকে তুমি সেই হেদায়াত দান কর অথবা সেইরকম লোককে আমাদের শাসক বানানোর তৌফিক দাও।আমীন।
বিষয়: বিবিধ
২৮৩৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারন পোস্টের জন্য আপনাকে শুভেচ্ছা
নসীম হিজাজি এর ভয়াবহতা সম্মন্ধে হয়তো কল্পনা করে যেতে পারেন নি অথবা দুটোই নীতিহীন হতে পারে তিনি হয়তো বিশ্বাস করতে পারেননি তাই কিছু বলে যাননি।সন্দেহ নেই আমাদের সমাজে শাসক এবং প্রজা দুটাই আজ নীতিহীন।হে রব তুমি আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক নিযুক্ত করার তৌফিক দান করো যে আমাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং তোমার দ্বীনকে ভালবাসবে এবং প্রতিষ্ঠা করবে।
আল্লাহ আমাদের দেশে সকল অন্যায় অবিচারের পতন ঘটিয়ে সত্য এবং ন্যায় কে প্রতিষ্ঠিত করার শক্তি দিন।
বর্তমান বাংলাদেশের অবস্থা হচ্ছে সমস্ত উদাহারণের মাত্রা ছাড়িয়ে গেছে। এখন বেশীর ভাগ মানুষ ঘুম থেকে উঠে একটিই কামনা করে, একটি কথাই শুনতে আগ্রহী- ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট কখন ফিরে আসবে? কখন জনগনের সার্বিক মুক্তি মিলবে?
মন্তব্য করতে লগইন করুন