একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য গনতন্রের মানস কন্যাকে ১৬ কোটি জনগনের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন!!!
লিখেছেন লিখেছেন সাইদ ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৮:২১:২৫ সকাল
দেশের ১৬কোটি জনগণ তাকিয়ে ছিলো একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য।বাঙালী জাতির জনকের কন্যার কাছে মানুষের চাওয়া-পাওয়া ছিলো অসীম। নিন্দুদেকেরা তার সমালোচনায় ছিলো মুখর।দলীয় সরকারের সময় নিরপেক্ষ নির্বাচন অসম্ভব বলে যারা এতদিনে গনতন্রের মানস কন্যার সমালোচনা করতেন তাদের মুখে একটা চপটোঘাত করিয়ে প্রমান করে দিলেন কিভাবে নিরপেক্ষ নির্বাচন করতে হয়।১৬কোটি জনগনকে নিরপেক্ষ নির্বাচন দেখার জন্য ৫ই জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হলো না।১৩ই ডিসেম্বরের মধ্যেই তিনি প্রমান করে দিলেন সদিচ্ছা থাকলে দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।বিশ্ববাসী অবাক বিস্নয়ে দেখলো বাংলাদেশ নামক একটা গণতান্ত্রিক দেশে নিরপেক্ষ নির্বাচনের সফল আয়োজন।
নিকট ভবিষ্যতে বাংলাদেশের এই নিরপেক্ষ নির্বাচনের মডেল নিয়ে বিশ্বে আলোচনার ঝড় উঠবে।বিশ্বের বিভিন্ন রিসার্চ সেন্টারে হাজার হাজার রাষ্ট্রবিজ্ঞানী এই নির্বাচনী মডেল নিয়ে রিসার্চ করা হবে।হাজার হাজার ছাত্র পিএইচডি ডিগ্রী অর্জন করবে।ভাবতেই গর্বে বুক ফুলে উঠছে।বাংলাদেশ নামক এই হত দরিদ্র দেশের নিরপেক্ষ নির্বাচনী মডেল নিয়ে বড় বড় রাষ্ট্রীয় নেতারা আলোচনা করবে।বিশ্বের সব দেশে কিভাবে এই নির্বাচনী মডেল কে বাস্তবায়ন করা যায় তা নিয়ে নিরন্তর গবেষণা করা হবে।অচিরেই বাংলাদেশের এই নির্বাচনী মডেল বিশ্বের অন্যান্য দেশে বাস্তবায়ন করা হবে।আমাদের সরকারকে এখনই এই নির্বাচনী মডেলের প্যাটেন্ট করে রাখতে হবে।ভবিষ্যতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবে যাতে আমরা অন্যান্য দেশ থেকে রয়ালিটি হিসাবে হাজার হাজার কোটি টাকা অর্জন করতে পারি।খুব শীঘ্রই আমরা রয়ালিটির মাধ্যমে উন্নত আয়ের দেশে পরিনত হয়ে যাবো ইনশাআল্লাহ।
বিশ্ববাসীকে বলতে চাই তোমরা যা পারোনি আমরা তা করে দেখিয়েছে আমাদের গনতন্রের মানস কন্যার অবদানে।অভিনন্দন গনতন্রের মানস কন্যাকে।আপনার পদতলে জানাই ১৬কোটি জনগনের সালাম।আশা করি বিশ্বের ৭০০কোটি জনগনও আপনার পদতলে সালাম জানাবেন।আপনিই পারবেন বিশ্বের বুকে আমাদের দেশকে এক অনন্য উচ্চতায় আসীন করতে।
বিষয়: বিবিধ
২০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন