হে আল্লাহ আমাদের চোখের আলো বাড়িয়ে দিন !!!
লিখেছেন লিখেছেন সাইদ ০২ জুলাই, ২০১৩, ০৮:৫৭:১৭ সকাল
বিসমিল্লাহির রাহমানির রাহীম।আসসালামুআলাইকুম।
৫ই মে শাপলা চত্বরের রাতের ঘটনাকে আমাদের দেশের ১৬কোটি মানুষের প্রতিনিধী যিনি করেন তিনি বলেছেন হেফাজতের লোকেরা রং মেখে শুয়ে ছিলেন। যিনি ১৬কোটি মানুষের প্রতিনিধী করেন তিনি তো আর মিথ্যা বলতে পারেন না!মিথ্যা বলা তার সাজেও না।তিনি মিথ্যা কথা বললে তো জাতী হিসাবে বিশ্ববাসীর কাছে আমাদের মিথ্যাবাদী হিসাবে পরিচিত হতে হবে।সারাবিশ্বের মানুষ তার কথাকেই ১৬কোটি মানুষের কথা বলে ধরে নেয়।একটা দেশের যিনি কর্ণধার তার কথার মুল্য যে অসীম।আমাদের মত ছা পোষা মানুষের কথার কোনো মুল্য নেই।আমাদের দেখার জন্য দুইটা চোখ আছে মাত্র।তাও আবার ছানি পড়া,ভালমত দেখতেও পারিনা।আর দেশের কর্ণধারদের দেখার জন্য হাজার হাজার সৈন্য সামন্ত আছে, অত্যাধুনিক মাইক্রোস্কপি আছে,আছে অত্যাধুনিক দূরবীক্ষণ যন্ত্র।
সুতরাং আমাদের দেখার ভুল হতে পারে, বোঝার ভুল হতে পারে,শোনার ভুল হতে পারে।এইগুলো হওয়াটাই আমাদের জন্য স্বাভাবিক।কিন্তু দেশের কর্ণধারের দেখার কোনো ভুল হতে পারেনা,শোনার কোনো ভুল হতে পারেনা,কারণ তার কাজে সদা নিয়োজিত হাজার হাজার লোক।সবাই তো আর চোখে কম দেখে না কিংবা কানে কম শোনেনা।তারপরও অত্যাধুনিক সব টেকনোলজি তো আর ভুল তথ্য দিতে পারেনা।তাই ধরেই নিচ্ছি আমাদের চোখের দেখার ভুল হয়েছে। সেদিন আমরা মানুষের শরীর থেকে লাল রঙের যে রক্ত দেখে হাহাকার করেছি,তাদের যন্ত্রণার কাতরতা শুনে আমরা বুক চাপড়েয়েছি,সবই ছিলো হেফাজতের সাজানো কাহিনী!বিশ্বাসই হচ্ছিলো না হেফাজতের সাধারণ জনগণ এতো নিখুত ভাবে কিভাবে আহাজারির অভিনয়ে পারদর্শী হলো!দুবেলা ভাত খেয়ে আল্লাহর গুনগান করাই যাদের ধ্যান ধারণা তারা কিভাবে আমাদের দেশের রাজনীতিবিদের এই কুটিল অভিনয় এতো তাড়াতাড়ি রপ্ত করে ফেললো!
কিন্তু তবুও আমাদেরকে বিশ্বাস করতে হবে হেফাজতের এই সবই ছিল সাজানো নাটক।তানাহলে তো বিশ্ববাসীর কাছে আমাদেরকে মিথ্যাবাদী জাতী হিসাবে পরিচিত হতে হব।১৬কোটি মানুষের প্রতিনিধী,দেশের কর্ণধারের কথা তো আর মিথ্যা হতে পারেনা।হে আল্লাহ আমাদের চোখের আলো তুমি বাড়িয়ে দাও যেনো আমরা সত্যকে দেখতে পারি এবং তা বুঝতে পারি।আমাদের এমন চোখ দিওনা যাদিয়ে আমরা কিছু দেখতে পারিনা,এমন কান দিওনা যাদিয়ে কিছু শুনতে পারিনা আর এমন বিবেক দিওনা যা দিয়ে সত্য মিথ্যার পার্থক্য আমরা উপলদ্ধী করতে পারিনা।যে চোখ,কান, বিবেক দিয়ে সত্য মিথ্যার পার্থক্য বোঝা যায় না,সেই চোখ,কান, বিবেক আমাদের দরকার নেই।
আল্লাহ হাফেজ
বিষয়: বিবিধ
১৯১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন