বিদেশ বিভুয়ে ইসলামী অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে দোআ চাই।

লিখেছেন লিখেছেন সাইদ ০৬ জুন, ২০১৩, ০৪:০১:৫৭ বিকাল



বিসমিল্লাহির রাহমানির রাহীম।

আসসালামুআলাইকুম wrwb.

একটা ননমুসলিম দেশে অবস্থান করে আলেমদের কাছ থেকে মুল্যবান ইসলামী জ্ঞান আহরণ করার সুযোগ আমাদের নেই।তাই আমরা আল্লাহর সন্তষ্টির জন্য মাসিক একটা ইসলামী অনুষ্ঠানের আয়োজন করি যা থেকে কিছুটা জ্ঞান আহরণের চেষ্টা করি।দোআ করবেন আল্লাহ যেনো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন।

যে সব ভাই/ভাবীরা ব্যাস্ততার কারণে ২রা জুনের মাসিক ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই, তাদের জন্য অনুষ্ঠানের একাংশ উল্লেখ করলাম।আল্লাহ তাআলা যেনো আমাদের সবাইকে বোঝার,মানার এবং পরবর্তি অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দেন।আমীন

আল্লাহর গুণবাচক নাম:

হাদীস:হযরত আবূ হুরাইরা(রা) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, নিশ্চয় আল্লাহ তা‌আলার এমন ৯৯টি নাম রয়েছে,যে ব্যক্তি সেগুলো মুখস্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে।বুখারী ও মুসলিম শরীফ

হাদীছের ব্যাখ্যা:

১।আল্লাহর গুণবাচক নামগুলো মুখস্ত করা

২।গুণবাচক নামগুলোর সঠিভাবে অর্থ বোঝা

৩।নামগুলোর অর্থ বোঝার পর নিজের বাস্তব জীবনে তা প্রয়োগ করা।

আমরা আল্লহর একটা গুণবাচক নাম আল বাসিরুন নিয়ে আলোচনা করে নিজেদের বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করছি তা বিবেকের কাছে প্রশ্ন রেখে আমাদের অবস্থান বোঝার চেষ্টা করেছি।আল বাসিরুন শব্দের অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা।আসমান জমীনের যে প্রান্তেই যা ঘটুক না কেনো সবকিছুই আল্লহর দৃষ্টি গোচরে।আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কোনো কিছুই লুকাতে পারবনা।উদাহরণ স্বরূপ এই দুনিয়ার বুকে আমরা চাইলে আমাদের কিছু কিছু বদ অভ্যাস দুনিয়ার মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারি। যেমন আমার আব্বা কে আমি খুব সন্মান করি এবং তাকে খুব ভালোবাসি।আমি জানি আমরা আব্বা সিগারেট খাওয়া পছন্দ করেন না।কিন্তু আমি সিগারেট খাই।আব্বার প্রতি সন্মান এবং ভালোবাসার কারণে আমি চাইলে আব্বার সামনে সিগারেট না খেয়ে লুকাতে পারি।কিন্তু যিনি সর্বদ্রষ্টা তার কাছে কোনো কিছুই আমি লুকোতে পারবনা।এখন আমি বাস্তব জীবনে একটা কাজ করার সময় যদি বুঝতে পারি,এই কাজটি আল্লহর পছন্দ না,আল্লহ যেহেতু সর্বদ্রষ্টা তাই আমি আল্লহর প্রতি ভয় এবং ভালবাসার জন্য কাজটি করা থেকে বিরত থাকলাম।তাহলেই আল্লাহ যে সর্বদ্রষ্টা তা বাস্তব জীবনে প্রয়োগ করা হলো।বুঝতে পারলাম ৯৯টা নাম কেন আল্লাহর শুধুমাত্র ১টা নামই আমরা বাস্তব জীবনে এখনো প্রয়োগ ঘটাতে পারিনি।হে আল্লাহ তুমি আমাদের সবার জীবনে তোমার গুণবাচক নাম গুলোর অর্থ বুঝে তা যেনো প্রয়োগ করতে পারি সে তৌফিক আমাদের কে দান করো।আমীন

কষ্ট করে পড়ার জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।

আল্লাহ হাফেজ

বিষয়: বিবিধ

১৯৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File