হে রব আমায় ক্ষমা করো
লিখেছেন লিখেছেন সাইদ ২৯ মে, ২০১৩, ১০:০২:৪৯ সকাল
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আসসালামুআলাইকুম wrwb.
হে রব আমায় পরম করুনায় এই দুনিয়ার বুকে
দারিদ্যের ঘরে করেছো প্রেরণ স্বীয় ভালবাসায় রেখে।
কুড়েঘর থেকে উঠিয়ে এনে করেছো সম্মানীত
তাইতো আমি সকাল-সন্ধ্যা তোমার প্রতি নীত।
জন্মেও তুমি ভালোবাসা দেখিয়ে মুক্তিযোদ্ধার ঘরে
পাঠিয়েছো বাহ্যিক সম্মান পেতে অশেষ দয়া করে।
জীবনের সকল অর্জন ভেবেছি উচু করেছে আমায়
তাইতো পথহারা পথিকের মতো ভুলে থেকেছি তোমায়।
পড়ন্ত বিকেলে বুঝিয়েছো তুমি সবই তোমার দান
তুমি দিলেই মোরা পেতে পারি দ্বীন-দুনিয়ার সম্মান।
হে রব আমি ভুল করেছি জীবন করেছি খেলো
চিনতে পারিনি তোমার মহিমা এভাবেই দিন গেলো।
ক্ষমা চাইছি হে রব তোমার মহামহিম দরবারে
বাকী জীবনে পাই যেন তোমায় একান্ত আপন করে।
দুরু দুরু বুকে ভাবছি আমি পরকালীন প্রথম গেট
কবরের সওয়াল-জবাব উত্তোরণে হবে নাতো মাথা হেট?
ক্ষমা চাই আমি ভীত করো না হে রাব্বুল আলামিন
কামনা শুধু মোর সন্তুষ্টি তোমার ইহ-পরকালীন।
কৃতজ্ঞতা স্বীকারে আশফাক ভাই।
কষ্ট করে পড়ার জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।
আল্লাহ হাফেজ
বিষয়: বিবিধ
১৪২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন