আল্লাহর নেয়ামত উপলদ্ধি করার জন্য প্রয়োজন নিজের বিবেককে একটুখানি কাজে লাগানো
লিখেছেন লিখেছেন সাইদ ২৩ মে, ২০১৩, ১২:৫০:৪৮ দুপুর
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আসসালামুআলাইকুম wrwb.
(জাপানের এক মুসলিম ভাই এর জীবন থেকে নেওয়া হলেও আমদের জীবনে প্রতিনিয়ত ঘটছে।প্রয়োজন একটু উপলদ্ধির)
এক মুসলিম ভাই হটাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। গতকাল থেকে তার প্রস্রাবের সমস্যা হচ্ছে।তিনি কাছেরই একটি হাসপাতালে গেলেন।হাসপাতালে মেডিকেল চেক আপ করার পর ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হতে বললেন।তার প্রস্রাব একেবারই বন্ধ হয়ে গেছে।আপাতত পরিপূর্ণ ভাবে সুস্থ হওয়া পর্যন্ত নলের মাধ্যমে তার প্রস্রাব বের করার ব্যবস্তা করা হলো।প্রায় এক সপ্তাহ অনেক মেডিকেল চেক আপ,ট্রিটমেন্ট,অপারেশন করার পর তিনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠলেন।আজ তার বাসায় ফেরার কথা।তিনি হাসপাতাল এর বেডে বসে আছেন, তার রিলিজ অর্ডার এর জন্য।সকালের দিকে হাসপাতালের রিসিপশন ডিপার্টমেন্ট থেকে একটা মেয়ে আসলো।হাতে তার একটা বিল।মুখে হাসি।হাসি মুখে বিল টি দিয়ে তিনি ভাইটিকে সুসংবাদটি দিলেন। আজকে উনি বাসায় যেতে পারবেন।বাসায় যাওয়ার আগে যেনো একতলার রিসিপশন কাউন্টারে বিলটি পরিশোধ করে যান।হাসপাতালের ডাক্তারও আসলেন তার রোগীকে সুসংবাদ দেওয়ার জন্য।হাসি মুখে তিনি রুমে ঢুকলেন।রুমে ঢুকেই তিনি দেখতে পেলেন ভাইটি বেডে বসে আছে আর তার সামনে পড়ে আছে বিলটি।তার দৃষ্টি বিলটির দিকে।তার দু চোখ বেয়ে ঝরে পড়ছে পানি।এ পানি যেনো থামবার নয়। ডাক্তারের বুঝতে বাকী থাকেনা এই পানির অর্থ। ডাক্তার তাকে সান্তনা দিয়ে বলে,তোমার কি পরিশোধ করার এত টাকা নেই?ভাইটি নিরবে শুধু পানি ফেলে যায়।ডাক্তার আবারও বলে,তোমার টাকার সমস্যা থাকলে বলো,আমাদের হাসপাতালে কিস্তির মাধ্যমেও টাকা পরিশোধ করার সিস্টেম আছে।তাতেও যদি তোমার সমস্যা হয়,হাসপাতালে তুমি এপ্লিকেশন করতে পারো।তোমার বিল তারা কমালেও কমাতে পারে।
ভাইটি নীরবতা ভেঙ্গে কথা বললো।এই বিলের টাকা পরিশোধ করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন।আমি ভাবছিলাম তোমরা কতো মেডিকেল চেক আপ,ট্রিটমেন্ট করে আমাকে মাত্র একবার প্রস্রাব করার ব্যাবস্থা করেছো।যার বিনিময়ে আমাকে এতো বড়ো একটা বিল ধরিয়ে দিয়েছো।আর আমার আল্লাহ যিনি জন্মের পর থেকে আমাকে প্রতিনিয়ত দিনে তিন-চার বার করে আজ ৫০বসর পর্যন্ত প্রস্রাব করার ব্যাবস্থা করেছেন। আজকে তোমাদের বিল এর সাথে তুলনা করে দেখছিলাম আমার কতো বিল বাকী আল্লাহর কাছে?তোমার বিল পরিশোধ করার অর্থনৈতিক সামর্থ্য আমার আছে।কিন্তু ৫০বছরের বিল পরিশোধ করার কোনো অর্থনৈতিক সামর্থ্য আমার নেই।তিনি আমাদের কাছে এর বিনিময়ে কোনো টাকাপয়সাও দাবী করেন নাই।শুধু বলেছে তোমরা আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো।আমরা এতো অকৃতজ্ঞ যে সেটুকুও স্বীকার করতেই চাইনা।আমি যখন ভাবতে ছিলাম এই কথা গুলো তখন বুঝতে পারি আমার চোখে পানি।ডাক্তার বললো আমরা শুধু চেষ্টা করেছি মাত্র।সুস্থ করার মালিক আমরাও না।তুমি যার কথা বললে উনিই তোমাকে সুস্থ করেছে।আমরা শুধু মাধ্যম মাত্র।ভালো থেকো।গুডবাই।
কষ্ট করে পড়ার জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।
আল্লাহ হাফেজ
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন