লিখেছিলাম গদ্য বাকপ্রবাস ভাই আর আশফাক ভাইয়ের সাহসে বানিয়ে দিলাম পদ্য।

লিখেছেন লিখেছেন সাইদ ১৮ মে, ২০১৩, ০৩:৪৭:০৯ রাত

বাক প্রবাস ভাই @

সাইদ ভাই যাহাই লিখেছেন দিয়ে দিন ব্লগে

আমরা আছি সবাই মিলে দেব ছেটেছুটে

দেখবেন তখন হয়ে গেছে দারুণ একটা ব্যাপার

ছন্দ ছান্দে দুলে আনন্দে ছড়া হবে সবার

আর দেরী নয় দিয়ে দিন তাড়াতাড়ি

চলবে আজ সাইদ ভাই এর ছড়ার গাড়ি

সাইদ@

লজ্জা শরম নাইকো আমার দিয়ে দিলাম পোস্টটি

সাহস যখন যুগিয়েছেন

বাকপ্রবাস এবং আশফাক প্রিয় ভাইটি

পোস্ট দিয়ে অফিস পালায় বাড়িটির দিকটি

ছুটির রাতে ছেলের ভয়ে দেখবো আমি চুপিচুপি

কমেন্ট যদি বেশী পড়ে থাকবো আমি ঘাপটি মেরে

তানাহলে বলব তারে চলো বাবা ঘুমটি পেড়ে

সকালেতে নিয়ে যাবো নাগারার পার্কটিতে।

সাইদ@

এই যে দেখেন পোস্টটি আমার

দিয়ে দিলাম সবটি

ঘসে মেজে ঠিক করে দেন

এই অধমের গদ্যটি

সাইদ@

@হে আমার রব

করেছো মোদের প্রতি তোমার পরম করুনা

তাই তো মোদের বড়ো করেছো

এক দারিদ্যের ঘরে সীমাহীন ভালবাসায়

@হে আমার রব

বাড়িয়েছ মোদের সম্মান এই ধরনীর বুকে

তাইতো মোদের বড়ো করেছো

এক মুক্তিযোদ্ধার ঘরে

@হে আমার রব

জীবনের অর্জনকে মনে করতাম সব যে আমায়

তাই তো আমি পথহারা পথিকের মতো

পথ হারিয়ে ঘুরে বেড়িয়েছি কতটা সময়

কিন্তু আজ পড়ন্ত বিকালে বুঝিয়েছো মোদের

কোনো অর্জনই তো নয় আমাদের

@হে আমার রব চিনতে যে পারিনি তোমায়

তাই তো আমায় হেসে খেলে

কেটে যে গেলো সারাটা বেলা

ক্ষমা করে দাও করেছি যতো ভুলত্রুটিটি

রেখো মোরে বাকীটা জীবন তোমারই সন্তষ্টি

বুক দূর দূর করে কাপে আজ আমার

কবরের সওয়াল এর ভয়টি

মৃত্যের সময় পাই যেনো তোমারি সন্তষ্টি

এইতো মোদের চাওয়া একটাই

সকল মুসলিম ভাইটির

@পদ্য লেখা কত কঠিন

বুঝছি আমি হাড়েহাড়ে

বাকপ্রবাস আর আশফাক ভাই এর পাল্লায় পড়ে

কৃতজ্ঞতা স্বীকার : আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে তিনি বাকপ্রবাস এবং আশফাক ভাই এর মাধ্যমে আমাকে একটা পদ্য লেখার তৌফিক দিয়েছেন।আল্লাহ তাআলা ভাই দুটিকে উত্তম প্রতিদান দিক এবং আমাদের সব মুসলিম ভাইদের কে যেনো হেফাজত করেন।

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File