আমার জাপান জীবন এবং ইসলাম part -১
লিখেছেন লিখেছেন সাইদ ১৪ মে, ২০১৩, ০১:১৫:৫৪ দুপুর
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আসসালামুআলাইকুম wrwb.
জাপান এ আমাদের বাংলাদেশীদের,জাপানীজদের,এবং এদেশে আমাদের মুসলিমদের জীবন-যাপন এবং জাপানীজ দের মধ্যে ইসলাম এর প্রসার এবং নিজের জীবন থেকে নেয়া কিছু ঘটনা থেকে কিছু বিশ্লেষণমুলোক লেখার জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই।আপনাদের সবার দোয়া চাই।
ধারাবাহিক ভাবে জাপান এ আমার প্রথম দিন থেকে আজ পর্যন্ত স্মৃতিচারণ এবং মাঝে মাঝে বিষয়ভিত্তিক লেখার ইচ্ছা পোষণ করি।আপনাদর ভালো লাগলে,
আল্লাহ যতদিন চাইবেন লিখতে থাকব।তা নাহলে হয়তো মাঝপথে কোথাও আমাকে থেমে যেতে হবে।
আজ থেকে ১৫বসর আগে ১৯৯৮সালের এপ্রিল মাসে আমরা ৯বন্ধু একসাথে জাপান এ আসি।
H .S .C পাশ করার পর আমরা জাপান সরকারের স্কলারশিপ এ জাপান পড়তে আসি।আমাদের কারোরই তখনও ২০বসর হইনি।আর আমাদের মধ্য তখন তেমন পরিচয়ও ছিল না।
আমরা যখন সবাই ঢাকা এয়ারপোর্ট এ আসলাম।তখন দেখতে পেলাম এক অন্য রকম দৃশ্য।সবসময় নিজের মন কে বললাম।না সাইদ না ,এয়ারপোর্ট এ এসে ভেঙ্গে পড়লে চলবেনা।আমার মনে হচ্ছিল আমি যেনো সারা জীবনের জন্য আমার সোনার বাংলাদেশ,আমার মমতাময়ী মা,বাবা,ভাই,আত্ত্বীয় এবং আমার প্রিয় একজন মানুষ কে ছেড়ে পরদেশে চলে যাচ্ছি।যেখানে কেও নেই ।
যেখানে থাকবেনা এই মমতাময়ী মায়ের ভালবাসা।কিভাবে থাকবো আমি এত সব পরিচিত মুখ কে রেখে?তাদের আদর ভালবাসা ছাড়া? সবার চোখে টলটলে জল।
মনের সব বাধ ভেঙ্গে একসময় হাউমাউ করে কেদে ফেললাম।থামাতে পারলাম না চোখের জল।এ পানি তো পানি নয়।এতো ভালবাসার বন্ধন বেয়ে গড়িয়ে পড়া পানি।এ পানি যতো বেশি গড়িয়ে পড়ে ,ভালবাসার বন্ধন যেনো ততোই তীব্র হয়।এ যে মহান আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া নেয়ামত।
আজকে বিজ্ঞানের যুগে আমরা যেনো,সেই নেয়ামত থেকে ক্রমেই দুরে সরে যাচ্ছি।আজকে মোবাইল,ইন্টারনেট এর বদৌলতে পরদেশে আসার সঙ্গে সঙ্গে মাকে ফোন,ফেইসবুক এর মাধ্যমে মুহুর্তের মধ্যে জানিয়ে দিচ্ছি নিজের অবস্থান।কিন্তু আমার ফেলে আসা ২০বসর আগের ঐ চোখের জল কি এখন আর আমার মধ্যে গড়িয়ে পড়ে?গত ২বসর আগে দেশ থেকে যখন বেড়িয়ে আসলাম তখন মনে হলো আমরা কত যান্ত্রিক হয়ে গেছি।গড়িয়ে পড়লনা চোখের জল।কেনই বা পড়বে ?একটু পরেই তো সবাইকে জানিয়ে দিচ্ছি আমি ভালো ভেবে পৌছে গেছি মা।মাঝে মাঝে মনে হয়,এই মোবাইল ,ফেইসবুক আমার দরকার নেই,আমাকে ফিরিয়ে দেওয়া হোক সেই ২০বসর আগের দিন।মায়ের গলা জড়িয়ে ধরে বলতে চাই,মা তুমি একটুও টেনসন করো না।আমি ওখানে গিয়ে ভালোমতো খাবো।মা আমার কপালে চুমু খেয়ে বলবে,লক্ষী ছেলে আমার,ওখানে তো দেখার কেও নেই তাই বাড়ির মতো যেনো দুষ্টামি না করি।মায়ের গলা জড়িয়ে কথা বলতে বলতে গড়িয়ে পড়বে চোখের জল।
পরবর্তীতে টোকিও এয়ারপোর্ট থেকে・・・・・লিখবো ইনশাল্লাহ।
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন