রাশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প
লিখেছেন লিখেছেন প্রযুক্তি কথা ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৩:২৭ রাত
রাশিয়ার কমচটকায় ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কমচটকা উপদ্বীপের দক্ষিণাঞ্চলের কাছে ভূপৃষ্ঠের ৫২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।
তবে, কোনো ধরনের সুনামির আশঙ্কা নাকচ করে দিয়েছে ভূ-পর্যবেক্ষণ দপ্তরটি।
রাশিয়ার জরুরি উদ্ধারকারী মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এবং কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
এর আগে ইউএসজিএস তাদের প্রাথমিক সতর্কতা সংকেতে জানিয়েছিল, ভূ-গর্ভের ১৮ কিলোমিটার গভীরে ৭.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
উল্লেখ্য, রাশিয়া ও জাপানের মধ্যকার বিবাদমান কুড়িল দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত কমচটকা উপদ্বীপ।
বিষয়: আন্তর্জাতিক
১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন