ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ এবং তার ২১টি পয়েন্টের ছোট্ট একটি তালিকা প্রণোদিত হল Thinking

লিখেছেন লিখেছেন বিজয়ী পতাকা ২৯ মার্চ, ২০১৩, ১২:২১:৩১ দুপুর



ডিজিটাল বাংলাদেশ গড়তে ভিশন ২০২১-এর কর্মসূচির যতটুকু এরই মধ্যে কার্যকর হল, তাতে --

১. বাক স্বাধীনতা গেল,

২. বাকশালী নেতৃত্ব এল,

৩. দুর্নীতি এবং দারিদ্রতা আকাশ চুম্বে উঠলো,

৪. টেলি কমিউনিকেশনে সাক্ষাত র'-এর কর্মকর্তারা সার্বিক ক্ষমতা গ্রহণ করলো,

৫. পাঠ্যপুস্তকের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে জাতিগতভাবে ধ্বংস, ল্যাংরা, খোঁড়া করার প্রেসক্রিপশন দেয়া হল,

৬. ইসলামী শিক্ষা সিলেবাস থেকে বাদ পড়লো,

৭. কোটি কোটি টাকার বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শহীদ জিয়ার নাম দূরিভূত করা হল,

৮. দেশপ্রেমিক সব নেতা কর্মীরা জেলে ঢুকলো এবং ফাঁসির রশিতে লটকানোর আবেগে আপ্লুত সংসদ আর মঞ বসলো,

৯. ভারতের জয়গান এবং আগ্রাসন পরিলক্ষিত হল,

১০. নাস্তিকতা জাতীয় নিরাপত্তার ছায়াতল থেকে স্বীয় সৃষ্টিকর্তা এবং বিশ্বের শ্রেষ্ট মানবকে (সাঃ) নিয়ে প্রকাশ্যে বিদ্রুপ করার রাষ্ট্রীয় লাইসেন্স পেল,

১১. বাংলাদেশ ৭১-এর পর বৃহত্তর গণহত্যার সম্মুখিন হল,

১২. ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সার্বিক নিরাপত্তাহীনতায় জনগণ বাড়ি ছাড়া হল,

১৩. বিচার বিভাগ এবং আইন-শৃংখলা লাটে উঠলো,

১৪. গরীব, সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুদের উপর সার্বিক নির্যাতন বাড়লো,

১৫. হলুদ সাংবাদিকতাও সেঞ্চুরী অর্জন করলো,

১৬. ঘাতক-দালালরা পদক এবং পদন্নতি পেল,

১৭. বিজাতীয় নাচ-গান-মদ-জুয়া-গাজা-বেহাল্লাপনার প্রসার ঘটলো,

১৮. মাননীয় শিক্ষক এবং বয়োঃবৃদ্ধদের হয়রানী এবং অবমাননা বাড়লো,

১৯ .বাংলাদেশের শিল্প-কারখানা বিলুপ্ত হল এবং বিশ্ব মার্কেট হারালো,

২০. বাংলাদেশী বর্ডারের নিরাপত্তা বিলুপ্তি হল,

২১. জাতীয় সম্পদ সেনাবাহিনী এবং বর্ডার পেট্রোল বিডিআরকে নিহত করা হল।

কোন পয়েন্ট উল্লেখ করা বাদ পড়লো কি?

Moral of the story: ডিজিটাল বাংলাদেশের ভিশন ২০২১-এর concept সুন্দর নিখুঁত হলেও, শুধু এর শ্রুতি মধুর বক্তব্যে নয়, বরং সরকারী দলের কর্মকান্ড এবং প্রয়োগ পদ্ধতি দেখে আমরা জাতির ভবিষ্যৎ নির্ণয় করি, সাব্বাস বাংলাদেশী দেশপ্রেমিক জনতা Happy

বিষয়: বিবিধ

৪০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File