আলেম কারা? আওয়ামি ওলামালীগ এর আলেমরা?

লিখেছেন লিখেছেন চিরন্তন সত্য ০৫ মার্চ, ২০১৩, ১০:২৮:৩৮ রাত

আজকের দিনের বহুবিদ মিথ্যা ও পরিবরতিত সংবাদের মধ্যে অন্যতম সত্য সংবাদ হল এই যে, কাল ৬ই মার্চ আলেমদের সাথে সরকারের বৈঠক। এখানে আলেম শব্দটি ব্যাবহারের যথার্ততা নিয়ে ইসলামে অত্যন্ত যৌক্তিক বাধা রয়েছে।

আলেম তো তাদেরকে বলা হয় যারা ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে এবং সেই অনুযায়ী আমল করে। যে আলেমের জ্ঞান আছে কিন্তু আমল নাই সে তো আলেম-ই নয়। সে তো জ্ঞানপাপী। যে সরকার নিজেকে মুসলিম দাবী করে অথচ একজন নাস্তিক কে আস্রয় দেওয়ার জন্য তিন স্তরের নিরাপত্তা প্রদান করে, মদকে হালাল করে, সুদকে হালাল করে, অবৈধ যৌন মিলনকে হালাল মনে করে, সেই সরকারের সাথে আলচনায় বসা কোন আলেমের কাজ হতে পারে না।

বহুদিন আগে এই ধরনের আরও একটি শব্দ শুনে আমি অবাক হয়েছিলাম। যেটি হল- আওয়ামী ওলামালীগ। এই ধরনের নাম শুনি আর আমি হাসি। আওয়ামিলীগ হল এমন একটি দল যারা ইয়াহুদি নাসারাদের গনতন্ত্র প্রতিস্টার জন্য কাজ করে থাকে। অন্যদিকে একজন আলেম আল্লাহ সুবহানুতায়ালার পক্ষ হয়ে আল্লার দীন প্রতিস্টার জন্য কাজ করে থাকে। একজন আলেমের কাজ আর একজন আওয়ামিলীগের কাজ এক হতে পারে না।

এখনও সময় আছে। আমারা যারা নিজেদেরকে মুসলিম দাবী করি তাদের এখন ই শোধরানো উচিত। নয়ত জাহান্নামের আযাব অতি নিকটে।

বিষয়: বিবিধ

১৬০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File