এ কেমন মুসলিম ও মুসলিম দেশ?
লিখেছেন লিখেছেন চিরন্তন সত্য ০৪ মার্চ, ২০১৩, ০৯:০৮:২২ রাত
বাংলাদেশ পৃথিবীর চতুর্থতম মুসলিম সংখাগরিষ্ট দেশ। বলা হয় যে, এ দেশের শতকরা ৮৯ ভাগ মানুষ মুসলমান। এদেশের আজকের মুসলমানদের কাজ দেখে প্রশ্ন জাগে, আসলেই কি এরা মুসলমান? এরা কি প্রক্রিত মুসলমান, নাকি তথা কথিত মুসলমান।
এরা যদি মুসলমান হয়, তবে অনেক গুলো জিজ্ঞাসা থেকে যায়। একজন মুসলমান কিভাবে আল্লাহ ও তার রসুলদের গালি দিতে পারে? একজন মুসলমান কিভাবে এমন কাউকে আস্রয় দিতে পারে যে কিনা আল্লাহ ও রসুলদের গালি দেয়? একজন মুসলমান কিভাবে এমন কাউকে হত্যা করতে পারে যে কিনা এমন কারো বিচার চায় যে আল্লাহ ও তার রসুলদের গালি দেয়?
এসব প্রশ্নের উত্তর একটাই যে, এরা আর যাই হোক না কেন এরা মুসলিম হতে পারে না। মুসলিম হতে পারে না। মুসলিম হতে পারে না।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন