আমাদের চোখ কবে খুলবে?
লিখেছেন লিখেছেন চিরন্তন সত্য ০১ মার্চ, ২০১৩, ০৯:১২:২২ সকাল
কতকিছুই তো ঘটছে আমাদের চোখের সামনে। আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি।
একদল মানুষ্ কে কথা বলতে দেওয়া হচ্ছে না, আর এক দল মানুষ কে বলার জন্য সব গুলো মিডিয়া এক করা হয়েছে।
একদল মানুষ্ রাস্তায় বের হলে নির্যাতন করা হচ্ছে, নিহত করা হচ্ছে, আর এক দল মানুষ কে রাস্তায় বের হবার জন্য তিন স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে।
এর পরেও আমরা কি বুঝি না যে, এটা অন্যায়? এটা মানবাধিকার লঙ্ঘন? এটা মানবতার প্রতি মহা প্রহসন?
তাই সবার কাছে প্রশ্ন- আমাদের চোখ কবে খুলবে?
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন