কি করে এত অহংকারী, এত অকৃতজ্ঞ হই আমি?? কি করে !!??
লিখেছেন লিখেছেন The Sword of Allah খালিদ বিন ওয়ালিদ ০৭ মার্চ, ২০১৩, ১১:৫৩:০৯ রাত
আমি আমার মায়ের গর্ভে আমার পিতার ঔরসজাত সন্তান এটা আমার কাছে যতটা সত্য এবং স্বচ্ছ আমার রব মহান আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়, তার কোন শরীক নেই, তিনি কাউকে জন্ম দেন নি কারো কাছ থেকে জন্মও নেন নি সেটাও আমার কাছে সত্য এবং স্বচ্ছ। আমার মায়ের পবিত্রতা নিয়ে কেউ কুৎসা রটালে সেটা আমার কাছে যতটা গা জ্বলুনি ধরাবে, কুৎসা রটানো সেই মানুষটাকে আমি যতটা ঘৃণা করব তার চেয়েও বেশী গা জ্বলুনি হবে যদি কেউ আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে কুৎসা রটায়, তার সাথে অন্য কাউকে শরীক করে, তাঁকে অস্বীকার করে, তাঁকে বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করে। পৃথিবীর সবাই ভুল বুঝলেও আমার মা সবসময় আমার পাশে ছিল, সবসময় তার খেয়াল ছিল তার ছেলের মঙ্গল কোনটাতে। কোথাও বেড়াতে যাওয়ার অভ্যাসটা আমার একদমই ছিলনা। আমার মা কোথাও গেলে আমি কখনো যেতাম না। কোথাও দাওয়াত খেতে গেলে আমার মা আমার জন্য আলাদা করে খাবার নিয়ে আসতো। রাতে আমি ঘুমিয়ে গেলে ঘুম থেকে তুলে আমার মায়ের সেই আলাদা করে রাখা খাবার ঘুম ঘুম চোখে খাচ্ছি এরকম অনেক স্মৃতি আমার মস্তিষ্কে আছে। খুব সাধারণ একটা অসুখ জ্বরের সময়ও অসাধারণ মমতা আর আদর নিয়ে আমার মা আমার মাথায় পট্টি দিচ্ছে, গা মুছে দিচ্ছে, বারবার কেমন লাগছে জিজ্ঞেস করছে এর কোন কিছুই আমি ভুলিনি। আমার সাফল্যে আমার মা ঝর ঝর করে কাঁদত। আনন্দের কান্না। এই সবকিছুর জন্যই আমি আমার মাকে এত বেশী ভালবাসি। আর যে মহান স্রষ্টা আল্লাহ আজওাজাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার কিসে ভাল আর কিসে মন্দ সব একটি একটি করে বলে দিলেন। বিপদে আমার সহায় হলেন। শুধু দয়া করে আমাকে এতকিছু দিলেন। যে মহান আল্লাহ শুধু তাঁকে ভালবাসার বিনিময়ে এই দুনিয়ায় আর অনন্ত কালের আখিরাতে অপার সুখের প্রতিশ্রুতি দিলেন। যে রহমতের আঁধার আমাকে ভালবাসার জন্য আমার মায়ের মত একজন মানুষকে আমার পাশে রাখলেন আমি কি তাঁকে আমার প্রাণের চেয়েও বেশী ভালবাসবনা? আমার মায়ের সব উপকার মনে করে আমি যদি তাঁর প্রতি কৃতজ্ঞ হতে পারি তাহলে মহান আল্লাহ্র প্রতি আমার কৃতজ্ঞতার মাত্রা কতটুকু হওয়া উচিত? স্বলাতে সিজদায় অবনত হয়ে আমার কতটুকু চোখের পানি ফেলা উচিত?? একবার এক যুদ্ধের পর লোকজন ছড়িয়ে ছিটিয়ে গেল। এক মা তার সন্তানকে হারিয়ে ফেলল। এদিক ওদিক ছুটতে ছুটতে হঠাৎ দেখা পেয়ে গেল। দৌড়ে ছুটে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। এই দৃশ্য রাসুল (সাঃ) দেখলেন। তিনি তার পাশের সাহাবীদের জিজ্ঞেস করলেন, “এই মা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে” সাহাবীরা উত্তর দিল। কক্ষনো না!!
তখন রাসুল (সাঃ) বললেন, আল্লাহ্র দয়া এর চেয়েও বেশী।
ঠিক একইভাবে প্রতিটি মুসলিমের মনে রাখা উচিত__ আমার রবের প্রতিও আমার ভালবাসা আমার মায়ের প্রতি ভালবাসার চেয়েও বেশী। অনেক অনেক বেশী। তিনি শত অপরাধ, শত অন্যায় সত্বেও আমাকে ফেলে দেননি। আমাকে তাড়িয়ে দেননি তার দুনিয়া থেকে। আমি কি করে তাঁকে অস্বীকার করি, তাঁর অবাধ্য হই?
কি করে বলি “আমি আল্লাহ্ বিশ্বাস করিনা”?
কি করে এত অহংকারী, এত অকৃতজ্ঞ হই আমি?? কি করে !!??
আল্লাহ আমাকে ক্ষমা করুন।
আমাকে তাঁর অনুগত বান্দা হিসেবে কবুল করে নিন____ আমীন।
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন