[b]ইসলাম প্রীতি না ইসলাম ভীতি......... ?[/b]
লিখেছেন লিখেছেন ২২১বি ০১ মার্চ, ২০১৩, ০২:৩৯:৪৬ দুপুর
আজ জুমাবার। অন্যান্য জুমাবারের মতো আজও মসজিদে নামাজ পরতে যেয়ে দেখলাম কড়া পুলিশ প্রহরা। পুলিশ ভ্যান, সাংবাদিক ও গোয়েন্দাতে ভরপুর...যেন অমুসলিম দেশে আছি।
এই যদি হয় বর্তমান অবস্থা, তাহলে সামনে কি হবে?
এর পর কি মসজিদে যাওয়া বন্ধ করে দেওয়া হবে?
বাংলাদেশে মন্দির পাহারা দেওয়া হয় যেন নিরাপদে পূজা করতে পারে আর মসজিদে পুলিশ মোতায়েন করা হয় মুসল্লিদেরকে ভয় দেখানোর জন্য। এ এক জটিল ইসলাম প্রেম.........
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন