সিটিস্ক্যান কোথায় করাব এবং কত টাকা খরচ হবে?

লিখেছেন লিখেছেন নাটক ২৩ মে, ২০১৪, ০৭:৪৯:১২ সন্ধ্যা

গতকাল ডাক্তার আমার আব্বার সিটিস্ক্যান করাতে বলেছেন। কিন্তু, এটার খরচ কত সে সম্বন্ধে আমাদের তেমন কোন ধারণা নেই। ধারণা না থাকলে কোন ক্লিনিক ইত্যাদি জায়গায় সিটি স্ক্যানের কথা বললে অনেক সময় গলা কাটা খরচ নিতে পারে। সেজন্য এ সম্বন্ধে একটা ধারণা দরকার।

আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি- ঢাকাতে কোথায় সিটিস্ক্যান করালে ভাল হয় এবং এর জন্য কত টাকা খরচ হবে? আশা করি আপনারা তথ্য হেল্প করবেন।

বিষয়: বিবিধ

৬২৬৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225150
২৩ মে ২০১৪ রাত ০৮:০০
হতভাগা লিখেছেন : মেডিনোভা , ধানমন্ডি চলে যান । রাইফেল স্কয়ারের কাছে । ৫-৬ হাজার টাকার বেশী হবার কথা না ।
225152
২৩ মে ২০১৪ রাত ০৮:১১
শাহ আলম বাদশা লিখেছেন : ইসলামী ব্যাংক বা ইবনে সিনা হাসপাতালে আরো কম হবে ৩/৪ হাজার হতে পারে।
225161
২৩ মে ২০১৪ রাত ০৮:৩৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এটা আপনার টাকার উপর ডিপেন্ড করবে। যত গুড় তত মিঠা।
225169
২৩ মে ২০১৪ রাত ০৮:৫৬
শিশির ভেজা ভোর লিখেছেন : খোঁজ খবর নিয়ে দেখুন। কোথায় কত। যে হসপিটাল যত চাকচিক্য সে হসপিটালে তত দাম।
225197
২৩ মে ২০১৪ রাত ১০:২০
দ্য স্লেভ লিখেছেন : ভাই কিছুদিন আগে অঅমি একটি পোস্ট দিয়েছিলাম এ ব্যাপারে। আপনি একটু কষ্ট করে হোটেল রেডিসনের উল্টো দিকে অবস্থিত কুর্মিটোলা হাসপাতালে যান। ওখানে উন্নত মানের চিকিৎস্যা সুবিধা একেবারে কম টাকায় দেওয়া হচ্ছে মর্মে আমি খবর পেয়েছি। আপনি একা গিয়ে কষ্ট করে জেনে আসুন। এটা আর্মিদের পরিচালিত। এটি নতুন হয়েছে এবং দেখতে দামী হলেও খরচ কম।
225200
২৩ মে ২০১৪ রাত ১০:৩০
ভিশু লিখেছেন : সোজা ইবনে সিনায় চলে যান! খরচ তেমন নাহ! দু/আড়াই হাজার!
২৪ মে ২০১৪ রাত ০৯:৫৮
172749
নাটক লিখেছেন : ভাই,ফুসফুসের সিটিস্ক্যান করতে হবে। ওটার খরচ কেমন হতে পারে?
228546
৩১ মে ২০১৪ সকাল ০৬:৪৫
নাটক লিখেছেন : সোহরাওয়ার্দী হাসোপাতালে সিটিস্ক্যান করলাম। খরচ হল ২৫০০ টাকা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File