শিবির একটা ব্যর্থ সংগঠন!!! এদের দিয়ে আসলে কাজের কাজ কিছুই হবে না।

লিখেছেন লিখেছেন নাটক ১৭ মে, ২০১৪, ০৩:২৮:৫৮ দুপুর

বাংলাদেশে শিবির একটি ইসলামপন্থী ইসলামিক সংগঠন। এরা বিশেষ করে ছাত্রসমাজের কাছে ইসলামের বাণী নিয়ে যায়। তাদেরকে ইসলামের দিকে আহ্বান করে থাকে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে তারা আল্লাহর রহমত হিসেবে আবির্ভুত হয়ে থাকে। ক্যাম্পাসগুলোতে তারা না থাকলে হয়ত একেকটি ক্যাম্পাসকে জাহান্নামের একেকটি টুকরা হিসেবে আমাদেরকে দেখতে হত। এগুলো অবশ্যই ভাল দিক।

কিন্তু, বিভিন্ন বিষয়ে আমি শিবিরের উপর ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি। কারণ,তাদের রয়েছে অনেকগুলো নিজস্ব সাংস্কৃতিক সংগঠন যারা ইসলামী ভাবধারার গান, নাটক, হামদ, নাত, গজল ইত্যাদি পরিবেশন করে থাকে।

বর্তমান সমাজে পশ্চিমা ও ভারতীয় অপসংস্কৃতির চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কতটুকু কাজ করেছে?

আজকে শত বাধা সত্ত্বেও শিবিরের অনেক কাজকর্ম, কার্যক্রম চলছে। অথচ, শিবিরের আজ এমন কোন ওয়েবসাইট নেই যেখানে আমরা বাংলায় ইসলামী ভাবধারার নতুন পুরাতন সবগুলো গান ও নাটকগুলো সংগ্রহ করতে পারি। নেই তাদের এমন কোন অনলাইন সংকলন।

অনলাইনে পাই না এমন কোন সোর্স যেখান থেকে আল্লামা সাঈদীসহ অন্যান্য গ্রহণযোগ্য আলেমদের আলোচনার অডিও কিংবা ভিডিও ফাইলগুলো সংগ্রহ করব।

কেন, শিবির কি পারে না তাদের সাইমুম, প্রবাহ, উজ্জীবন, তাইফুনসহ সবগুলো শিল্পীগোষ্ঠীর ইসলামী গান, নাটকের অডিও, ভিডিও এবং আল্লামা সাঈদীসহ গ্রহণযোগ্য অন্যান্য আলেমদের আলোচনা নিয়ে একটা অনলাইন সংকলন বের করতে???? তারা তাদের অফিসিয়াল সাইটের একপাশেও তো এটা করতে পারে? কিন্তু, কেন তারা সেটা করছে না? উত্তর জানা নেই।

তাদের কি ইচ্ছে নেই অপসংস্কৃতির চ্যালেঞ্জ মোকাবেলায় তারা এগুলো বিশ্বময় ছড়িয়ে দেবে?

গত কয়েকদিন আগে সাইমুমের অত্যধিক খ্যাতনামা দুইজন শিল্পীর সাথে কথা হল। তাদেরকে জিজ্ঞাসা করলাম তাদের গাওয়া সবগুলো গান সংগ্রহে আছে কিনা তারা জানাল নেই। তাহলে, এগুলো কি আগামীতে নষ্ট হয়ে যাবে না? ইসলামী গান তো আমাদের সম্পদ এগুলো কি এমনি এমনিই আমরা আমাদের চোখের সামনে নষ্ট হতে দেব?

আমি আশা করব শিবির এগুলো রক্ষা করার জন্য এগিয়ে আসবে। আর আমার বিশ্বাস তারা এটা করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু,তারা কি এটা করতে এগিয়ে আসবে?

জানি না আমার এ লেখাটা শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীলদের চোখে পড়বে কিনা? নাকি আমি ধরেই নেব যে, আমার পোষ্টের শিরোনামটা ১০০% বাস্তব?

বিষয়: বিবিধ

১৬০৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222600
১৭ মে ২০১৪ দুপুর ০৩:৫১
নীল জোছনা লিখেছেন : ক্যাম্পাসগুলোতে তারা না থাকলে হয়ত একেকটি ক্যাম্পাসকে জাহান্নামের একেকটি টুকরা হিসেবে আমাদেরকে দেখতে হত।
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor শিবির আছে বলেই ক্যাম্পাসগুলোতে রক্তের হলিখেলা হয়। গো জাহান্নাম
১৭ মে ২০১৪ বিকাল ০৪:০৮
169920
শেখের পোলা লিখেছেন : আপনার চোখতো নয় যেন পাকা আমড়া৷এত কিছু দেখেন বোঝেন? ঘুমান কেমনে?
১৭ মে ২০১৪ বিকাল ০৫:০৮
169962
এহসান সাবরী লিখেছেন : হ ভাই!!পুরাই হাছা কথা! আর যেখানে শিবির
থাকেনা সেইখানে আপনার চ্যাতনার দালাল লীগের
পোলাপানরা নিজেরাই নিজেগো ভরে!
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
170024
নাটক লিখেছেন : বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে এটাই দেখেছি ভাই।
১৭ মে ২০১৪ রাত ০৯:৪৭
170123
মাটিরলাঠি লিখেছেন :
"শিবির আছে বলেই ক্যাম্পাসগুলোতে রক্তের হলিখেলা হয়।" -এমন জ্ঞানমূলক ও বিনোদনমূলক কমেন্ট বহুদিন দেখিনি।
222608
১৭ মে ২০১৪ বিকাল ০৪:১৫
শিশির ভেজা ভোর লিখেছেন : আমি যতদুর জানি শিবির একটা সন্ত্রাসী সংগঠন। দেশ ও জাতির উন্নয়ন তারা চায় না। দেখছেন তো বিগত দিনগুলি তারা কিভাবে দেশের অর্থ সম্পদ ও পরিবেশের ক্ষতি করেছে।
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
170025
নাটক লিখেছেন : আমি বাস্তববাদী মানুষ। তারা মিডিয়া সন্ত্রাসের শিকার।
222642
১৭ মে ২০১৪ বিকাল ০৫:০৪
এহসান সাবরী লিখেছেন : সাংস্কৃতিক আন্দোলনের জন্য হলেও
এগুলা সংরক্ষণ হওয়া উচিত!
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
170027
নাটক লিখেছেন : জানিনা তাদের কানে এটা পৌছবে কিনা? ধন্যবাদ।
222647
১৭ মে ২০১৪ বিকাল ০৫:০৮
ইবনেআদম লিখেছেন : আপনার কথায় যুক্তি আছে। সংরক্ষণ করা দরকার। আর শিবির একটি আদর্শবাদী ছাত্র সংগঠণ এতে কোন সন্দেহ নাই।
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
170029
নাটক লিখেছেন : ধন্যবাদ!!
222678
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৪৪
সন্ধাতারা লিখেছেন : I do agree with your suggestions they are sacrificing a lot, facing a great dangers in every moment it is true even though they can put their eye on if possible. It will be a nice work and help for Muslim ummah.
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
170033
নাটক লিখেছেন : It will be a nice work and help for Muslim ummah.

যুগের পর যুগ মানুষেরা এগুলো থেকে উপকৃত হবে ইনশাল্লাহ।
222711
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
170037
নাটক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
222713
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
অনেক পথ বাকি লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান।
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
170038
নাটক লিখেছেন : জানিনা তাদের কানে এটা পৌছবে কিনা?
276979
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৩
বিন রফিক লিখেছেন : এখানে ক্রমান্বয়ে আপ্লোড করা হচ্ছে। এটা অবশ্য অফিশিয়াল কাজ নয়। http://songit.alomoy.com/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File