ঘরের খবর পরে জানলো কেমনে’?
লিখেছেন লিখেছেন FM97 ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৮:২৯ সন্ধ্যা
ছোটবেলায় সম্ভবত একটা বিজ্ঞাপনে দেখেছিলাম। কিসের বিজ্ঞাপন, ঠিক মনে নেই। তবে ঘটনাটা ছিলো এমন- ভুলোমনা স্বামী যাতে বাজার থেকে আনতে না ভুলে তাই স্ত্রী একটা সাইনবোর্ডে সেই দ্রব্যের নাম লিখে স্বামীর পিঠে ঝুলিয়ে দেয়। যথাস্থানে স্বামী ভুলে গিয়ে মনে করার চেষ্টা করে…এমন সময় পিছনে থাকা এক লোক তাকে মনে করিয়ে দেয়। অবাক হয়ে স্বামী বলে- ‘ঘরের খবর পরে জানলো কেমনে’? পিছনে থাকা লোকটি সাইনবোর্ড দেখিয়ে বলে- ‘এই যে এমনে’!
উপরের কথাটা মনে পড়লো কারণ, আমরা অনেক সময় আশেপাশের পরিবেশ ও মানুষজন খেয়াল না করে ব্যক্তিগত কথাগুলো প্রকাশ্যে এমনভাবে শেয়ার করি, যার ফলে নিজের অজান্তেই ‘পর’ মানুষ জেনে ফেলে। আর ঘরের খবর পরে জানার খুব সাধারণ ‘পর’ মানুষটি হচ্ছেন- রিকশাওয়ালা। সেটা কিভাবে তা বলছি-
ঝিরিঝিরি বৃষ্টি হোক বা বাতাস খেতে খেতে যাওয়া- আশেপাশের দূরত্বে যেতে জনপ্রিয় বাহন হচ্ছে রিকশা। তবে রিকশাতে চড়ে আমাদের অনেকেরই হুঁশ থাকে না যে, রিকশাওয়ালারও কান আছে। জায়গা-জমির হিসাব থেকে শুরু করে, পরিবারের গল্প, শ্বশুরবাড়ির বদনাম, পাশেরবাড়ির ঝগড়া, বন্ধুদের ফাজলামি, বান্ধবীর দুষ্টামি- কথার তো শেষ নেই! তবে সবচেয়ে মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়ায় যখন ছেলে-মেয়েরা- হোক তারা স্বামী- স্ত্রী’; দেদারসে রোমান্টিক আলাপ করতে থাকে। যার ফলে, গোপন বিষয় আর গোপন থাকে না। কারণ- চুপচাপ শ্রবণ করতে থাকে রিকশাওয়ালা। কল্পনা করলে বিষয়টা প্রকৃতই লজ্জাজনক…
সুতরাং, রিকশায় একের অধিক জন চড়লে কথা হবে-এটাই স্বাভাবিক। তবে পরোক্ষভাবে আমরা যাতে লজ্জিত না হই, ঘরের কথা ‘পর’ মানুষ যাতে না জানে তাই রিকশায় কথা বলার মধ্যেও সচেতনতা অবলম্বন করা জরুরি...
বিষয়: বিবিধ
১৫৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন