এটা তো পুরাই ঠকতি!

লিখেছেন লিখেছেন FM97 ১৭ মার্চ, ২০১৫, ০২:২১:২৮ দুপুর



ছবিতে দেখতে পাচ্ছেন olay’র ভাঙ্গা বোতল, আসলে এটাও প্রস্থচ্ছেন করেছি আমি। কারণটা পরে বলছি। আগে শুনুন- It is a total effects 7 in one, anti-aging moisturizer cream with sunscreen. এটা লাগালে আপনার (নারীদের) বয়স কতো এটা বুঝাই যাবে না। So, you are always young! চল্লিশ হলেও লাগবে পঁচিশ! তার মানে age কে lock করো।

এতক্ষণ বিজ্ঞাপনী আলাপ শুনলেন। এবার ব্যবহারকারী এক আত্মীয়ের মুখে শুনুন- “দূর! কিয়ের anti-aging? যেমন ছিলাম তেমনই তো! আর একি! কয়দিন হইসে লাগাইসি, এতো টাকা দাম! এতো তাড়াতাড়ি শেষ হয়া গেলো”?

বিজ্ঞাপনে ফুলিয়ে-ফাঁপিয়ে বলে তাতে তো সন্দেহ নেই, তবে তাড়াতাড়ি শেষ হয়ে গেলো… ভিতরে থাকে কতো? এটা দেখার জন্য উনার কাছ থেকে বোতলটা নিয়ে ভাঙ্গা শুরু করি। উল্লেখ্য, দুই-তিন বছর আগেও শুনেছিলাম এটার বাজার দর ১৫০০ টাকা, তা এখন ২০০০ টাকা বা এর উপরে হতে পারে।



যাই হোক, বোতল খুলে অবাক! ২য় ছবিতে মাঝখানে যে মাত্র অর্ধেক ইঞ্চি গভীরতা যে ছোট বৃত্তটা দেখতে পাচ্ছেন, সেটাতেই থাকে ক্রিম বাকি পুরো বোতল ফাঁপা। এ তো দেখি পুরাই ঠকতি!!

বিষয়: বিবিধ

১৪০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309468
১৭ মার্চ ২০১৫ দুপুর ০২:৩২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৫
250432
FM97 লিখেছেন : যথারীতি রেডিম্যাড মন্তব্য!
309478
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:১২
বাকপ্রবাস লিখেছেন : দারুণ অভিযান
চালিয়ে যান ভাইযান
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৬
250435
FM97 লিখেছেন : Happy
309481
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৯
হতভাগা লিখেছেন : শুধু এটা না , কিছু কিছু চকলেটের প্যাকেট পাওয়া যায় প্লাস্টিকের , গোলাকার/আয়তাকার/লাভ-শেপড । দেখবেন যে ঐ প্যাকেটের তলটা ভেতরের দিকে উঁচু ।

প্রতারনা করা ও মিথ্যা বলা যে কোন ব্যবসার ৯০% পুঁজি । এসব ছাড়া ব্যবসাতে কোন ভাবেই সেটেল্ড হওয়া যাবে না ।
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৮
250436
FM97 লিখেছেন : এই জন্যই তো পৃথিবীটা একটা কঠিন অভিযান। সৎ থাকতে সংগ্রাম লাগে।
এতো সহজেই পার পাওয়ার ধান্দা থাকে বলেই অনেকে ব্যবসাতে প্রতারণা করে, যেটা গর্হিত অপরাধ।
309490
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা, মাথা নষ্ট ম্যান!
,
অল্প কিন্তু জিনিস খাঁটি! তা না হলে এতো দাম দিয়ে রুপের ঝলক দেখাতে এইটুকুন জিনিস কেউ কিনে!

যাদের কাছে গ্ল্যামার বাড়ানোই একমাত্র উদ্দেশ্য তাদের কাছে প্রসাধনীর পরিমাণ মুখ্য নয়।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩১
250788
FM97 লিখেছেন : ইয়েস ম্যান! যারা উপরি গ্ল্যামার বাড়াতে ব্যস্ত, তারা আবার আফসোসও করে- যখন দেখে, কাজের কাজ কিছুই হয় নাই Tongue
309500
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বয়স লুকিয়ে লাভ কি? বয়স লুকান অন্যকথায় মানুষকে ধোঁকা দেন তার জন্য ২০০০ টাকা খরচ করুন।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:৩০
250787
FM97 লিখেছেন : প্রকৃত অর্থে বয়স লুকানো যায় না, এটা বাড়বেই- বুঝা যায়। তবে তাদেরকে বুঝা যায় না, যাদের মন পরিষ্কার, যারা দুঃশ্চিন্তামুক্ত থাকে আর জীবনে হাসি-খুশি থাকে। Happy
309556
১৭ মার্চ ২০১৫ রাত ১০:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এন্টি এইজিং না এন্টি ভ্যালুজ ক্রিম???
১৯ মার্চ ২০১৫ সকাল ০৯:২৮
250781
FM97 লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File