একটা মেসেজ সত্যবাদীদের প্রতি

লিখেছেন লিখেছেন FM97 ০৫ মার্চ, ২০১৩, ১১:১৭:১৬ রাত



ব্লগ হোক কিংবা ফেসবুক, ধর্মবিদ্বেষী, বাম ও সেক্যুলারপন্থিরা আগেও কুরুচিপূর্ণভাবে, অশ্রাব্যভাষায় নোংরাভাবে আক্রমণ করেছে, এখনো করছে। জাতির এই সংকট মুহূর্তে কম গুজব রটছে না আর এর সাথে বোনাস হিসাবে সরকারী দলের প্রকাশ্যে মিথ্যাচার তো আছেই। তাই সত্যপন্থি ভাই-বোনদের উদ্দ্যেশে বলবো- আপনারা তাদের কোনো উগ্র মন্তব্যে উত্তেজিত হয়ে তেমনই উগ্র ভাষায় মন্তব্য করবেন না। এতে তারাই জিতবে আর আপনারাই হারবেন। কেননা, তারা চায় আপনাকে উগ্র বানাতে। এটাও তাদের আরেকটা ষড়যন্ত্র।

তাই, পারলে তাদের একঘরে করে দিন, তাদের জন্য হিদায়াতের দোয়া করুন। আর কিছু বলারই দরকার নেই। কেননা, কিছু মানুষ আছে যারা চোখ থাকতে দেখে না, কান থাকতে শুনে না, আর মুখ থাকতেও যেন বোবা । এদের পিছনে শ্রম দেয়ার দরকার মনে করি না।

তবে তাদের বিপক্ষে যদি অতি প্রয়োজনীয় কিছু বলারই থাকে, প্রকাশ না করে আপনি থাকতে পারছেন না তাহলে সভ্য ভাষায় যুক্তি দিয়ে বলুন, অথবা নিজস্ব উদ্দ্যোগে ব্লগে, ফেসবুকে, কোনো পেইজে কিংবা ভিন্ন কোন সাইটে নিজের জানা সত্যটি প্রকাশ করুন। জাতিকে জানিয়ে দিন। তবুও সেসব উগ্র চিন্তার মানুষদের সাথে উত্তেজিত হয়ে বাক-বিতণ্ডা করতে গিয়ে এমনকি তাদের কোনো পরাজয়ে উল্লাসের বশে মন্তব্য করতে গিয়ে নিজের নৈতিকতা খুইয়ে দিবেন না। মনে রাখবেন- সত্যবাদীতা ও নৈতিকতাই হচ্ছে শক্তি। তাছাড়া আমরা তো জানিই “The truth has come, and falsehood has been perished; for false-hood is bound to be perished" (Quran 17:81).

সুতরাং হতাশ হওয়ার কিছু নেই।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File