“আমরা কয়েক পদের রান্না ছাড়া ভাত খাই না”!
লিখেছেন লিখেছেন FM97 ২৬ অক্টোবর, ২০১৪, ০৬:৩৯:৩৫ সন্ধ্যা
বাস্তবিক অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলা। কিছু মানুষের অভ্যাস এমন এবং তারা বেশ গর্ব করেই বলেন-“ আমরা কয়েক পদের রান্না ছাড়া ভাত খাই না”। আবার অনেক পরিবারে এমনও দেখা যায় আর্থিক অবস্থা তেমন নয়, তবে তারা যে করেই হোক, পারলে মানুষের কাছ থেকে দাবি দেখিয়ে আর্থিক সাহায্য নিয়ে হলেও নিজেদের অভ্যাস বজায় রেখে চলেন। এক্ষেত্রে যে দুটো বিষয় চিন্তার-
# এসব পরিবারের গৃহিণীদের কয়েক পদের রান্না তৈরি করতে গিয়ে দিনের অনেক সময় রান্না ঘরে কাটাতে হয়। সময় সঞ্চয় করে মনটাকে আরো কিছু উন্নতকাজ দেয়া যায় না। যদিও আমি মনে করি- গৃহিণীরা বাসায় থেকেও অনেক উন্নয়নমূলক কাজ করতে পারেন। তাদেরকে তেমন চিন্তার সময় দেয়া জরুরি।
# তাছাড়া কয়েক পদের রান্না খাওয়া পাবলিকদের মধ্যে খাদ্য অপচয়ের প্রবণতা লক্ষ্য করা যায়।
সুতরাং, খাবার খান, তৃপ্তি নিয়ে উপভোগ করুন- তবে, উপরের দুটি বিষয় বোধ করি বিবেচনাধীন।
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সিরিয়ালের কথা যেহেতু উঠেছে, তাই বলি- নারীদের এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি। বাসায় থাকলেই অবসর সময়ে শুধু সিরিয়াল দেখে সময় নষ্ট না করে ভালো কিছু বই পড়া, লেখালেখি করা, ফেবুতে সচেতনমূলক পোষ্ট দেয়া, আত্মীয়তা বজায় রাখা, প্রতিবেশীদের বাসায় রান্না পাঠানো, সম্পর্ক বৃদ্ধি,দুঃসময়ে এগিয়ে যাওয়া, ভালো পরামর্শ দেয়া, সন্তানদের সময় দেয়া, তাদের শিক্ষিকা হওয়া, এমনকি তাদেরকে যখন স্কুলে নিয়ে গিয়ে বসা লাগে- সেই সময় অভিভাবক সেকশানে একটা সুন্দর নারী গ্রুপ তৈরি করা...আরো অনেক কিছু করা যায়।
মন্তব্য করতে লগইন করুন